হোম > বিশ্ব > ভারত

ভারতীয় কিশোরকে অপহরণের অভিযোগ চীনা সেনার বিরুদ্ধে

কলকাতা প্রতিনিধি

ভারতের অরুণাচল প্রদেশ থেকে ১৭ বছরের এক যুবককে ভারতীয় ভূখণ্ড থেকেই অপহরণ করেছে বলে অভিযোগ করেছেন সেই রাজ্য থেকে নির্বাচিত জাতীয় সংসদের সদস্য তাপির গাও। টুইটারে তাঁর অভিযোগকে ঘিরে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। আজ বৃহস্পতিবার সকালে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সামাজিক গণমাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন।

ভারতের প্রতিরক্ষা সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। অপহৃত কিশোরের নাম মিরাম তারোন। তার বন্ধু জনি ইয়াইয়িং পিএলএ-র হাত থেকে পালিয়ে এসে সুবানসিরি জেলার পুলিশকে জানিয়েছে, আপার সিয়াং জেলায় ভারতীয় ভূখণ্ডের ভেতর সিয়াং নদীর পার থেকে তাদের অপহরণ করা হয়। এই সিয়াং নদীই চীনে সাংপো, আসামে ব্রহ্মপুত্র এবং বাংলাদেশে যমুনা নামে পরিচিত। 

সাংসদ তাপির গাও সামাজিক গণমাধ্যমে অভিযোগ জানানোর পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর নজরেও আনেন বিষয়টি। সেই সঙ্গে ভারত সরকারের সমস্ত সংস্থাকে অপহৃত কিশোরের দ্রুত মুক্তির জন্য পদক্ষেপ নেওয়ার অনুরোধও করেন। বিষয়টি নজরে আসতেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইটারে বলেন, প্রজাতন্ত্র দিবসের দিন কয়েক আগে চীনের হাতে অপহৃত ভারতীয় কিশোর মিরাম তারোন। তার পাশে আছি। 

সেইসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী মোদিকে কটাক্ষও করেছেন তিনি। এদিকে, ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারোনের উদ্ধারের বিষয়ে সক্রিয়তা শুরু হয়েছে। পিএলএ-র সঙ্গে কথাও চলছে।

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে

মাওবাদীদের ‘মস্তিষ্ক’খ্যাত গণেশ উইকে এনকাউন্টারে নিহত