হোম > বিশ্ব > ভারত

মহারাষ্ট্রে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ‘হিট স্ট্রোকে’ ১১ জনের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রে সরকারি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ‘হিট স্ট্রোকে’ আক্রান্ত হয়ে ১১ ব্যক্তির মৃত্যুর হয়েছে। গতকাল রোববার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। 

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস বলেছেন, একটি খোলা মাঠে ‘মহারাষ্ট্র ভূষণ পুরস্কার’ অনুষ্ঠান হচ্ছিল। সেখানে হিট স্ট্রোকে ১১ জন মারা গেছেন। এ ছাড়া মুখ্যমন্ত্রী একনাথ শিন্ড জানিয়েছেন, ওই অনুষ্ঠানে গরমের কারণে আরও ৫০ জন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুখ্যমন্ত্রী হাসপাতালে তাঁদের দেখতে গিয়েছিলেন বলে জানিয়েছেন। 

মহারাষ্ট্রের নভি মুম্বাইতে একটি বিশাল মাঠে খোলা আকাশের নিচে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে উপস্থিত ছিলেন। এ ছাড়া একনাথ শিন্ড ও দেবেন্দ্র ফড়নবিসও উপস্থিত ছিলেন। 

এনডিটিভি জানিয়েছে, গতকাল অনুষ্ঠানস্থলে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অনুষ্ঠানটি বেলা সাড়ে ১১টায় শুরু হয়ে বেলা ১টায় শেষ হয়েছে। হাজার হাজার মানুষ সেখানে জড়ো হয়েছিলেন। তাঁদের মাথার ওপর কোনো ছাউনি ছিল না। 

মুখ্যমন্ত্রী একনাথ শিন্ড এ ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলেছেন এবং নিহতদের পরিবারকে পাঁচ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। 

এদিকে ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিন পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার