হোম > বিশ্ব > ভারত

মহারাষ্ট্রে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ‘হিট স্ট্রোকে’ ১১ জনের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রে সরকারি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ‘হিট স্ট্রোকে’ আক্রান্ত হয়ে ১১ ব্যক্তির মৃত্যুর হয়েছে। গতকাল রোববার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। 

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস বলেছেন, একটি খোলা মাঠে ‘মহারাষ্ট্র ভূষণ পুরস্কার’ অনুষ্ঠান হচ্ছিল। সেখানে হিট স্ট্রোকে ১১ জন মারা গেছেন। এ ছাড়া মুখ্যমন্ত্রী একনাথ শিন্ড জানিয়েছেন, ওই অনুষ্ঠানে গরমের কারণে আরও ৫০ জন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুখ্যমন্ত্রী হাসপাতালে তাঁদের দেখতে গিয়েছিলেন বলে জানিয়েছেন। 

মহারাষ্ট্রের নভি মুম্বাইতে একটি বিশাল মাঠে খোলা আকাশের নিচে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে উপস্থিত ছিলেন। এ ছাড়া একনাথ শিন্ড ও দেবেন্দ্র ফড়নবিসও উপস্থিত ছিলেন। 

এনডিটিভি জানিয়েছে, গতকাল অনুষ্ঠানস্থলে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অনুষ্ঠানটি বেলা সাড়ে ১১টায় শুরু হয়ে বেলা ১টায় শেষ হয়েছে। হাজার হাজার মানুষ সেখানে জড়ো হয়েছিলেন। তাঁদের মাথার ওপর কোনো ছাউনি ছিল না। 

মুখ্যমন্ত্রী একনাথ শিন্ড এ ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলেছেন এবং নিহতদের পরিবারকে পাঁচ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। 

এদিকে ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিন পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার

দিল্লিতে মসজিদ এলাকায় উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ৫ পুলিশ আহত

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি

বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা অবস্থায় পুশ ব্যাকের শিকার সেই সোনালী জন্ম দিলেন পুত্রসন্তান

‘বাংলাদেশ পাকিস্তান নয়, এই পরিস্থিতি আমরাই ডেকে এনেছি’, মোস্তাফিজ ইস্যুতে শশী থারুর

ভারতে ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমামের জামিন আবারও নামঞ্জুর