হোম > বিশ্ব > ভারত

মহারাষ্ট্রে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ‘হিট স্ট্রোকে’ ১১ জনের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রে সরকারি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ‘হিট স্ট্রোকে’ আক্রান্ত হয়ে ১১ ব্যক্তির মৃত্যুর হয়েছে। গতকাল রোববার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। 

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস বলেছেন, একটি খোলা মাঠে ‘মহারাষ্ট্র ভূষণ পুরস্কার’ অনুষ্ঠান হচ্ছিল। সেখানে হিট স্ট্রোকে ১১ জন মারা গেছেন। এ ছাড়া মুখ্যমন্ত্রী একনাথ শিন্ড জানিয়েছেন, ওই অনুষ্ঠানে গরমের কারণে আরও ৫০ জন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুখ্যমন্ত্রী হাসপাতালে তাঁদের দেখতে গিয়েছিলেন বলে জানিয়েছেন। 

মহারাষ্ট্রের নভি মুম্বাইতে একটি বিশাল মাঠে খোলা আকাশের নিচে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে উপস্থিত ছিলেন। এ ছাড়া একনাথ শিন্ড ও দেবেন্দ্র ফড়নবিসও উপস্থিত ছিলেন। 

এনডিটিভি জানিয়েছে, গতকাল অনুষ্ঠানস্থলে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অনুষ্ঠানটি বেলা সাড়ে ১১টায় শুরু হয়ে বেলা ১টায় শেষ হয়েছে। হাজার হাজার মানুষ সেখানে জড়ো হয়েছিলেন। তাঁদের মাথার ওপর কোনো ছাউনি ছিল না। 

মুখ্যমন্ত্রী একনাথ শিন্ড এ ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলেছেন এবং নিহতদের পরিবারকে পাঁচ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। 

এদিকে ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিন পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

বিজেপির জাতীয় সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

নারীদের সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, কর্ণাটকে পুলিশের শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক