হোম > বিশ্ব > ভারত

কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে গুলিতে ২ জনের মৃত্যু

কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে গুলিতে দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনের কোনো সংযোগ নেই। শুক্রবার স্থানীয়দের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআই নিউজ বিষয়টি নিশ্চিত করেছে।

কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার ওই দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এক প্রতিবেদনে বলেছে, কলকাতার পার্ক সার্কাস এলাকায় এলোপাতাড়ি গুলি চালান এক পুলিশ সদস্য। তিনি বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা রক্ষার দায়িত্বে এসেছিলেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আনন্দবাজার আরও জানিয়েছে, ওই পুলিশ সদস্য মানসিক ভারসাম্য হারিয়ে গুলি ছুড়লে তা এক মোটরসাইকেল আরোহীর গায়ে গিয়ে লাগে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন, ওই পুলিশ সদস্য ১০ থেকে ১৫ রাউন্ড গুলি চালিয়েছিলেন। তারপর নিজেই নিজের গলায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন। 

আনন্দবাজার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আরও জানিয়েছে, ওই পুলিশ সদস্যের ছোড়া গুলি গিয়ে লাগে এক মোটরসাইকেলচালকের পিঠে। পেছনে থাকা নারী আরোহীর গায়ে গুলি লাগলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এলাকায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ির গায়ে বেশ কয়েকটি গুলির চিহ্ন রয়েছে।

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার