হোম > বিশ্ব > ভারত

বিজেপিকে ‘সিরিয়াল সরকার হন্তারক’ বললেন কেজরিওয়াল 

বিজেপিকে ‘সিরিয়াল সরকার হন্তারক’ বলে আখ্যা দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেছেন, তাঁর সরকার প্রয়োজনে আস্থা ভোটের মুখোমুখি হতে চায় এবং দেখিয়ে দিতে চায় বিজেপি এএপির নেতাদের প্রলুব্ধ করতে ব্যর্থ হয়েছে। স্থানীয় সময় আজ শুক্রবার দিল্লি বিধানসভার এক বিশেষ অধিবেশনে তিনি এই কথা বলেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের আস্থা ভোটের মুখোমুখি করতে চায় দিল্লি সরকারে থাকা আম আদমি পার্টি। এএপির একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, আগামী সোমবার দিল্লি বিধানসভায় আস্থা ভোটে অনুষ্ঠিত হতে পারে। 

দিল্লি বিধানসভার বিশেষ অধিবেশনের ভাষণে অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘আমি একটি আস্থা প্রস্তাব আনতে চাই। দেখাতে চাই যে, বিজেপি আমাদের একজন বিধায়ককেও প্রলুব্ধ করতে পারেনি।’ কেজরিওয়াল বলেন, ‘বিজেপি বেশ কয়েকটি সরকার ভেঙে দিয়েছে এবং এখন তাঁরা দিল্লির দিকে ঝুঁকেছে। আমাদের দেশে একটি সিরিয়াল সরকার হন্তারক রয়েছে।’ 

এএপি এই বিশেষ অধিবেশন টি আয়োজন করা হয়েছিল দিল্লির সরকার ফেলতে বিজেপির ‘অপারেশন লোটাস’ বিষয়ে জরুরি আলোচনা করতে। এ ছাড়া, মনীশ সিসোদিয়ার মতো এএপির জ্যেষ্ঠ নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তদন্তের বিষয়েও আলোচনা করা হয় অধিবেশনে। এই বিষয়ে সিসোদিয়া অভিযোগ করে বলেছিলেন, বিজেপি তাঁকে এএপি ছেড়ে তাদের সঙ্গে যোগ দিতে বলেছিল এবং যোগ দিলেই তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ, তদন্ত সব তুলে নেওয়া হবে। 

এর আগে, গতকাল বৃহস্পতিবার এএপির ৫৩ জন বিধায়ক কেজরিওয়ালের কার্যালয়ে হাজির হয়ে সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে।

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু