হোম > বিশ্ব > ভারত

ঢাকায় ‘মন্দির’ উচ্ছেদের ঘটনায় ভারতের উদ্বেগ

আজকের পত্রিকা ডেস্ক­

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি

ঢাকার খিলক্ষেতে একটি ‘মন্দির’ উচ্ছেদের ঘটনায় ভারত নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই উদ্বেগ জানান। তিনি বিষয়টিকে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের ধারাবাহিকতা আখ্যা দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনের প্রশ্ন তুলেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা জানতে পেরেছি, ঢাকার খিলক্ষেত এলাকায় দুর্গামন্দির ভাঙার জন্য উগ্রবাদীরা চাপ দিচ্ছিল। কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মন্দিরটি রক্ষার বদলে এটিকে অবৈধ নির্মাণ বলে চিহ্নিত করে আজ ভেঙে ফেলার অনুমতি দেয়।’

জয়সওয়াল আরও বলেন, ‘ভাঙচুরের সময় দুর্গাপ্রতিমা ভেতরে থাকাকালেই ক্ষতিগ্রস্ত হয়। আমরা মর্মাহত যে বাংলাদেশে এমন ঘটনা বারবার ঘটছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হলো হিন্দু সম্প্রদায়, তাদের সম্পত্তি ও ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষা করা।’

এদিকে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, মন্দিরটি একটি অস্থায়ী কাঠামো। এটি রেলওয়ের জমিতে অবৈধভাবে নির্মিত। স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদের তিন দিনের মাথায় বাংলাদেশ রেলওয়ের সহায়তায় পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতে বুলডোজার দিয়ে মন্দিরটি গুঁড়িয়ে দেওয়া হয়।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে