হোম > বিশ্ব > ভারত

ধর্মীয় অসহিষ্ণুতার কারণে ভারত ছাড়ছে অনেক প্রতিষ্ঠান: রাহুল গান্ধী

কলকাতা প্রতিনিধি

ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা ও ঘৃণার রাজনীতি বাড়তে থাকায় থেকে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের বিভিন্ন সচেতন মহল। কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীর অভিযোগ, ঘৃণার রাজনীতির কারণেই দেশ ছেড়েছে ৭টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের গবেষণাধর্মী সংস্থা ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম ভারতে ধর্মীয় সহিষ্ণুতা হ্রাসের পাশাপাশি সংখ্যালঘুদের ওপর আক্রমণে উদ্বেগ প্রকাশ করেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে এক টুইটে রাহুল গান্ধী লিখেছেন, ‘ঘৃণার রাজনীতির জন্যই ৭টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান ভারত ছেড়ে যাওয়ার পাশাপাশি ৯টি কারখানা ও ৬৪৯ জনের ডিলারশিপ বন্ধ হয়ে গেছে। কাজ হারিয়েছেন ৮৪ হাজার মানুষ। তাই জনাব মোদি, মেক-ইন-ইন্ডিয়া আর হেট-ইন-ইন্ডিয়া একসঙ্গে চলতে পারে না।’ 

এ দিকে, সাবেক জাতীয় উপদেষ্টা শিবশঙ্কর মেনন, সাবেক পররাষ্ট্রসচিব সুজাতা সিং, সাবেক স্বরাষ্ট্রসচিব জিকে পিল্লাই, সামাজিক ন্যায় ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক সচিব অনিতা অগ্নিহোত্রীসহ ১০৮ আমলা নরেন্দ্র মোদিকে খোলা চিঠি দিয়ে ধর্মীয় সহিষ্ণুতার বিষয়ে নীরবতা ভাঙতে অনুরোধ করেছেন। তাঁদের চিঠিতে মুসলিম বিদ্বেষ বৃদ্ধির পাশাপাশি ধর্মীয় উন্মত্ততার কথা বলা হয়েছে। কেবল মুসলিম বা সংখ্যালঘুরাই শুধু নয়, দেশের সংবিধানও আক্রান্ত হচ্ছে বলে উল্লেখ করা হয় চিঠিতে। মঙ্গলবার লেখা এই চিঠিতে বলা হয়, ‘দেশের এই ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নীরবতা দেশবাসীকে অধীর করে তুলেছে।’

উল্লেখ্য, মঙ্গলবারই দেশটির সর্বোচ্চ আদালত মুসলিমবিরোধী উসকানি বন্ধে রাজ্যগুলোকে কঠোর হতে নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্রও ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করেছে। তবে ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপি নেতৃত্ব এই অভিযোগ মোটেই মানতে নারাজ। 

তবে, এসবের মধ্যে নতুন মাইলফলক তৈরি করেছে ভারতের রেল মন্ত্রণালয়। দেশটিতে এবারই প্রথম দূরপাল্লার বিলাসবহুল ট্রেনে রোজাদারদের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়েছে। 

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ