হোম > বিশ্ব > ভারত

উত্তরাখণ্ডে উপনির্বাচনে জিতলেন মুখ্যমন্ত্রী পুষ্কর ধামি

কলকাতা প্রতিনিধি

ভারতের উত্তরাখণ্ডের উপনির্বাচনে জিতেছেন রাজ্যের মুখমন্ত্রী পুষ্কর ধামি। ভারতের তিনটি রাজ্যের তিনটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে আজ শুক্রবার। বাকি দুই রাজ্যের পরিবর্তে সবার নজর ছিল উত্তরাখণ্ডের দিকে।

উত্তরাখণ্ডের চম্বাবত আসনে কোনো ‘আপসেটের’ জন্ম না দিয়েই জিতেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। বিজেপির এই নেতা প্রায় ৯৩ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন। এদিকে বাকি দুই বিধানসভার আসনের উপনির্বাচনে কেরালায় জয় পেয়েছে কংগ্রেস এবং উড়িষ্যায় জিতেছে ক্ষমতাসীন বিজু জনতা দল।

তিনটি কেন্দ্রের মধ্যে কেবল কংগ্রেসই বিরোধী দল হিসেবে কেরালায় জয় পেয়েছে। উড়িষ্যায় শাসক দল বিজেডি এবং উত্তরাখণ্ডে বিজেপি অনায়াস জয় পেয়েছে। উপনির্বাচনে বিরোধীদের জয় অবশ্যই গুরুত্বপূর্ণ বলে মনে করেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা। ১৪০ সদস্যের কেরালা বিধানসভায় বাম দলগুলোর আসনসংখ্যা ৯৯ এবং কংগ্রেস জোটের আসন ৪১।

এদিকে, পুষ্কর ধামি জয়লাভ করায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইটে মোদি লিখেছেন, ‘চম্পাবত আসনে জয়লাভ করায় উত্তরাখণ্ডের শক্তিমান মুখ্যমন্ত্রীকে অভিনন্দন।’

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার