হোম > বিশ্ব > ভারত

ত্রিপুরায় উপনির্বাচনে ব্যাপক সহিংসতার অভিযোগ

কলকাতা প্রতিনিধি

ভারতের ত্রিপুরা রাজ্যে ৪টি আসনের উপনির্বাচনে সহিংসতার খবর পাওয়া গেছে। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন এক পুলিশ সদস্য। তবে সহিংসতার মধ্যেও নির্বাচনে ৭৬ শতাংশেরও বেশি ভোট পড়েছে। বিকেল পাঁচটায় ভোট দেওয়ার সময় পেরিয়ে গেলেও কেন্দ্রের বাইরে লোকজনদের টোকেন হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। 

যে ৪ আসনে উপনির্বাচন হলো সেগুলো হলো—আগরতলা, বড়দোয়ালি, সুরমা ও যুবরাজ নগর আসন। আজ বৃহস্পতিবার সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। কোনো ধরনের সহিংসতা ছাড়া দিনের শুরু হলেও দ্রুতই পরিস্থিত বদলে যেতে থাকে। সকালে আগরতলার একটি বুথে ভোট দিতে গিয়ে দুর্বৃত্তদের হাতে ছুরিকাঘাতে আহত হন এক পুলিশ সদস্য। 

বিরোধীদের অভিযোগ—বিজেপির বহিরাগত দুর্বৃত্তরাই এই হামলা চালিয়েছে। মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার বিরুদ্ধেও নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছেন তাঁর প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী আশিস সাহা। কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী ও সাবেক মন্ত্রী সুদীপ রায় বর্মণের অভিযোগ, ‘মানুষের গণতান্ত্রিক অধিকার লুট করছে বিজেপি।’ তবে, মুখ্যমন্ত্রী মানিক সাহার দাবি, ‘মানুষ উৎসবের মেজাজে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে।’ 

ত্রিপুরার পাশাপাশি আজ অন্ধ্রপ্রদেশ, ঝাড়খন্ড ও দিল্লির একটি করে বিধানসভা কেন্দ্রে এবং তিনটি লোকসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু ত্রিপুরার বাইরে কোথাও বড় ধরনের গোলমালের খবর নেই। আগামী ২৬ জুন এসব নির্বাচনের ফলাফল জানানো হবে।

ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাস— ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির

লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর যা ঘটল

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক

মোদির সঙ্গে রাহুলের ৮৮ মিনিটের বৈঠক, কী আলোচনা হলো

সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র, ভারতীয়দের এইচ-১বি ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত

‘বঙ্কিমদার’ বন্দে মাতরমকে জাতীয় সংগীত না করায় নেহেরুকে মোদির তোপ