হোম > বিশ্ব > ভারত

ত্রিপুরায় উপনির্বাচনে ব্যাপক সহিংসতার অভিযোগ

কলকাতা প্রতিনিধি

ভারতের ত্রিপুরা রাজ্যে ৪টি আসনের উপনির্বাচনে সহিংসতার খবর পাওয়া গেছে। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন এক পুলিশ সদস্য। তবে সহিংসতার মধ্যেও নির্বাচনে ৭৬ শতাংশেরও বেশি ভোট পড়েছে। বিকেল পাঁচটায় ভোট দেওয়ার সময় পেরিয়ে গেলেও কেন্দ্রের বাইরে লোকজনদের টোকেন হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। 

যে ৪ আসনে উপনির্বাচন হলো সেগুলো হলো—আগরতলা, বড়দোয়ালি, সুরমা ও যুবরাজ নগর আসন। আজ বৃহস্পতিবার সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। কোনো ধরনের সহিংসতা ছাড়া দিনের শুরু হলেও দ্রুতই পরিস্থিত বদলে যেতে থাকে। সকালে আগরতলার একটি বুথে ভোট দিতে গিয়ে দুর্বৃত্তদের হাতে ছুরিকাঘাতে আহত হন এক পুলিশ সদস্য। 

বিরোধীদের অভিযোগ—বিজেপির বহিরাগত দুর্বৃত্তরাই এই হামলা চালিয়েছে। মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার বিরুদ্ধেও নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছেন তাঁর প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী আশিস সাহা। কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী ও সাবেক মন্ত্রী সুদীপ রায় বর্মণের অভিযোগ, ‘মানুষের গণতান্ত্রিক অধিকার লুট করছে বিজেপি।’ তবে, মুখ্যমন্ত্রী মানিক সাহার দাবি, ‘মানুষ উৎসবের মেজাজে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে।’ 

ত্রিপুরার পাশাপাশি আজ অন্ধ্রপ্রদেশ, ঝাড়খন্ড ও দিল্লির একটি করে বিধানসভা কেন্দ্রে এবং তিনটি লোকসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু ত্রিপুরার বাইরে কোথাও বড় ধরনের গোলমালের খবর নেই। আগামী ২৬ জুন এসব নির্বাচনের ফলাফল জানানো হবে।

কেকেআর থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হিন্দুদের বিজয়: বিজেপি নেতা

বিজেপিকে উৎখাতে বাংলাদেশ-শ্রীলঙ্কার মতো গণ-অভ্যুত্থান দরকার: ভারতীয় রাজনীতিক

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

ক্রিকেটে রাজনীতি টানা উচিত নয়—আইপিএলে মোস্তাফিজ প্রসঙ্গে শশী থারুর

বিয়ে করছেন প্রিয়াঙ্কা গান্ধীর ছেলে, কনে কে

ভারতের ইন্দোরে দূষিত পানি পানে অন্তত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০০

থার্টি ফার্স্টের রাতে ‘মিষ্টি খাওয়াতে ডেকে’ পরকীয়া প্রেমিকের গোপনাঙ্গ কর্তন

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা