হোম > বিশ্ব > ভারত

ভারতের দুই রাজ্যে ভারী বৃষ্টির প্রভাবে ৮৫ জনের প্রাণহানি

ভারতের কেরালা ও উত্তরাখন্ডে ভারী বৃষ্টির প্রভাবে ৮৫ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারী বৃষ্টির প্রভাবে বন্যা ও ভূমিধসে কেরালায় ৩৯ জন ও উত্তরাখন্ডে ৪৬ জন মারা গেছেন। ধ্বংসস্তূপের নিচে এবং প্লাবিত এলাকায় অনেক মানুষ আটকা পড়ায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। 

এনডিটিভি বলছে, উত্তরাখন্ডে টানা চতুর্থ দিনের বৃষ্টিতে রাস্তাঘাট, ব্রিজ, বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক মানুষ এখনো প্রত্যন্ত অঞ্চলে এবং বিভিন্ন ঝুঁকিপূর্ণ জায়গায় আটকা পড়েছেন। উত্তরাখন্ডে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী এক হাজার ৩০০ জনের বেশি মানুষকে সরিয়ে নিয়েছে।

জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর ডিআইজি বলেছেন, উত্তরাখন্ডে এখনো পর্যন্ত মারা গেছেন ৪৬ জন। আহত হয়েছেন ১৫ জন। নিখোঁজ রয়েছেন নয়জন। ২০-২৫টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। 

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয় বলেছেন, টানা চার দিনের বৃষ্টি, বন্যা ও ভূমিধসে কেরালায় মারা গেছেন ৩৯ জন। ২১৭টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। 

উত্তরাখন্ড রাজ্যের মুখ্যমন্ত্রী পুশকর সিং ধামী বলেছেন, মৃতদের পরিবারদের ক্ষতিপূরণ হিসেবে চার লাখ রুপি করে দেওয়া হবে। যারা ঘরবাড়ি হারিয়েছেন তাঁদের ১ লাখ ৯০ হাজার রুপি করে দেওয়া হবে। যারা গবাদিপশু হারিয়েছেন তাঁদের জন্য সম্ভাব্য সকল সাহায্য বাড়ানো হবে।'

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে