হোম > বিশ্ব > ভারত

করোনা রুখতে কঠোর বিধিনিষেধ পশ্চিমবঙ্গে

প্রতিনিধি

কলকাতা: দিল্লিসহ ভারতের বিভিন্ন রাজ্যে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পশ্চিমবঙ্গের পরিস্থিতি এখনও উদ্বেগজনক। পরিস্থিতি সামাল দিতে পশ্চিমবঙ্গে জারি করা হয়েছে আত্মশাসন। লকডাউনের ভাবনা মাথায় রেখেই লোকাল ট্রেন, মেট্রো, বাস চলাচল বন্ধ। বন্ধ রাখা হয়েছে ফেরি। বেসরকারি ও সরকারি প্রতিষ্ঠান বন্ধ। সকাল ৭টা থেকে সকাল ১০টা অবধি বাজার খোলা। সংক্রমণ প্রতিরোধে কড়া ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। তারই মধ্যে রাজ্যে গত ২৪ ঘণ্টায় প্রায় দেড়শ জন মারা গেছেন। আক্রান্তের সংখ্যা ১০ হাজারেরও বেশি। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই অসীম বন্দ্যোপাধ্যায়ও করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

আজ রোববার সকাল থেকে কলকাতায় কার্যত লকডাউন চলছে। জরুরি পরিষেবা বাদে সবই বন্ধ। পুলিশ কড়া ব্যবস্থা নিচ্ছে ভিড় দেখলেই। সংক্রমণ এড়াতে শনিবারই কড়া ব্যবস্থার কথা বলেছেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ভাই করোনায় মৃত। রাজ্যের মুখ্যসচিবের ভাই, বিশিষ্ট সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। গোটা রাজ্যেই সংক্রমণ বাড়ছে।

পশ্চিমবঙ্গে করোনার দ্বিতীয় ঢেউ বেলাগাম হলেও ভারতের দিল্লি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, হরিয়ানা প্রভৃতি রাজ্যে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে সেখানেও লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। এই বিপদের মধ্যেই ভারতের দক্ষিণ ও পশ্চিম প্রান্তের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় তকতে। এরই মধ্যে দক্ষিণ ভারতে চার জন মারা গেছেন। গুজরাট ও মহারাষ্ট্রে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। বহু দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে।

এই জনদুর্ভোগের মধ্যেও রাজনৈতিক লড়াই চলছে। কোভিড প্রটোকল না মানায় কলকাতা থেকে গ্রেপ্তার হয়েছেন ২৩ জন। অথচ শাসক দল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ হাওড়ার জগতবল্লভবপুরে তাঁরা মাইক বাজিয়ে এদিনই বিশাল মিছিল করে দলের বিজয়োৎসব উদযাপন করেছেন। তাই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বিজেপি। দাবি আর পাল্টা দাবির মধ্যে রাজনৈতিক সংঘাতে বিরাম নেই পশ্চিমবঙ্গে। কলকাতার উপকণ্ঠে, ভাটপাড়ায় বোমাবাজিতে জড়িয়ে পড়েন বিজেপি ও তৃণমূল সমর্থকরা। এই ঘটনায় তৃণমূলের স্থানীয় এক নেতা প্রাণ হারান।

গোটা দেশে করোনা সংক্রমণের জন্য বিরোধী দলগুলোর পাশাপাশি স্থানীয় মানুষ মোদি সরকারের ওপর ক্ষিপ্ত। এই ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা দেয় দিল্লিতে। সেখানে বেশকিছু পোস্টার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সরকারের বিরুদ্ধে। তাই পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের ঘটনার প্রতিবাদে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও সামাজিক গণমাধ্যমে সরাসরি আক্রমণ করেন মোদি সরকারকে। দাবি তোলেন তাঁকেও গ্রেপ্তারের। রাহুলের অভিযোগ, দেশের মানুষকে বঞ্চিত করে করোনার টিকা বিদেশে বিক্রি করেছে মোদি সরকার। রাহুল একাই নন, কংগ্রেসের অন্য নেতারাও মোদির বিরুদ্ধে প্রচারের নেমেছেন।

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু