হোম > বিশ্ব > ভারত

এলাহাবাদ হাইকোর্টে শাহি জামা মসজিদ কমিটির আবেদন খারিজ

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের সম্ভলের শাহি জামা মসজিদ সমীক্ষা করার জন্য নিম্ন আদালতের নির্দেশ বহাল রাখলেন এলাহাবাদ হাইকোর্ট। আজ শুক্রবার এক রায়ে সমীক্ষা না করার জন্য মসজিদ কমিটির আবেদন খারিজ করে দেওয়া হয়।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বিচারপতি রোহিত রঞ্জন আগরওয়াল এই বিষয়ে রায় ঘোষণা করেন। এর আগে তিনি মসজিদ কমিটি, মামলার বাদী হরিশঙ্কর জৈন এবং ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের আইনজীবীদের বক্তব্য শুনে রায় সংরক্ষণ করেন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, গত বছরের ১৯ নভেম্বর নিম্ন আদালতে একটি মামলায় অভিযোগ করা হয়, শাহি মসজিদ মোগল সম্রাট বাবরের আমলে হরিহর মন্দির ভেঙে তৈরি হয়েছিল। এই মামলার কয়েক ঘণ্টার মধ্যে নিম্ন আদালতের বিচারক মসজিদ সমীক্ষার নির্দেশ দেন।

এই অবস্থায় গত বছরের ২৪ নভেম্বর সরকারি কর্মকর্তারা মসজিদে সমীক্ষার কাজে গেলে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ হয় এবং এই ঘটনায় ৪ জনের মৃত্যু হয়।

এ ঘটনার পর নিম্ন আদালতের নির্দেশ বাতিলের দাবিতে এলাহাবাদ হাইকোর্টে আবেদন করেছিল মসজিদ কমিটি। কিন্তু এলাহাবাদ হাইকোর্টে বিচারপতি রোহিত রঞ্জন আগরওয়ালের বেঞ্চ নিম্ন আদালতের সমীক্ষার নির্দেশ বহাল রেখেছেন।

মসজিদ কমিটির অভিযোগ, তাড়াহুড়া করে কোনো আগাম নোটিশ ছাড়াই মসজিদের সমীক্ষার নির্দেশ দিয়েছিলেন নিম্ন আদালত। আরও দাবি করা হয়, ইতিমধ্যে দুবার মসজিদ সমীক্ষা হয়েছে—একবার হিন্দুপক্ষের মামলার দিনেই, এরপর আবার ২৪ নভেম্বর।

তবে হিন্দুপক্ষের অনড় অবস্থানের মুখে হাইকোর্টের রায়ে এখন প্রক্রিয়া চালু রাখার পথ সুগম হলো।

২০ বছর অন্ধকারে বন্দী, মৃত্যুর হুমকিতে থেমে যাওয়া শৈশব-কৈশোর

ইন্ডিগোর ফ্লাইট বিপর্যয়: পানি–খাবারহীন অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা আটকা হাজারো যাত্রী

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত

কমান্ডো, স্নাইপারসহ পুতিনের জন্য ভারতের ৫ স্তরের নিরাপত্তাবলয়