হোম > বিশ্ব > ভারত

আবারও করোনা বাড়ছে ভারতে

কলকাতা প্রতিনিধি

ভারতজুড়ে অধিকাংশ মানুষকে করোনাভাইরাসের টিকা দেওয়ার পরও দেশটিতে আবারও বাড়তে সংক্রমণ। আজ মঙ্গলবার ভারতজুড়ে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৭১৪ জন। এবং নতুন করে আরও ৭ জনের মৃত্যু হয়েছে।

গত সোমবারের তুলনায় সংক্রমণ ও মৃতের সংখ্যা কিছুটা কমলেও উদ্বেগ কমেনি। উদ্বেগ সবচেয়ে বেশি মহারাষ্ট্র ও কেরালায়। রাজ্য দুটিতে প্রতিদিন দেড় হাজারেরও বেশি আক্রান্ত হচ্ছেন। তবে তুলনামূলকভাবে পশ্চিমবঙ্গের পরিস্থিতি এখনো স্বাভাবিক। মাত্র ৫৩ জন নতুন করে সংক্রমিত হয়েছে করোনায়। 

করোনাভাইরাস পরিস্থিতি অবনতির দিকে যাওয়ায় দিল্লি ও মহারাষ্ট্রে নতুন করে সতর্কতা জারি হয়েছে। দুটি রাজ্যেই মাস্ক পরা বাধ্যতামূলক করেছে রাজ্যের কর্তৃপক্ষ। 

রাজনীতিবিদ সোনিয়া গান্ধী-প্রিয়াঙ্কা গান্ধী থেকে শুরু করে বলিউডের শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ, আদিত্য রায় কাপুর, কার্তিক আরিয়ানসহ আরও অনেকেই নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। 

পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ রাজ্যগুলোকে নতুন করে সতর্ক করে দিয়ে নতুন করে টিকা দেওয়াকেই সমাধান হিসেবে উল্লেখ করেছেন। 

সরকারি তথ্য অনুযায়ী ভারতে এখন পর্যন্ত ১৯৪ কোটি ৩০ লাখ ডোজ কোভিড টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে, এক ডোজ টিকা নিয়েছেন ৯১ কোটি ৭০ লাখ মানুষ এবং দুটি ডোজ নিয়েছেন ৮৩ কোটি ১২০ লাখ ভারতীয়। 

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার