হোম > বিশ্ব > ভারত

স্বাধীনতার গুরুত্ব বোঝাতে বাংলাদেশের প্রসঙ্গ টানলেন ভারতের প্রধান বিচারপতি

ভারতের প্রধান বিচারপতি ধনঞ্জয়া ইশান্ত চন্দ্রচূড় বলেছেন—স্বাধীনতা কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের অশান্তি তার একটি স্পষ্ট উদাহরণ। বৃহস্পতিবার দিল্লিতে ভারতের ৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া এক ভাষণে এই কথা বলেন চন্দ্রচূড়।

চন্দ্রচূড় বলেন, ‘স্বাধীনতা দিবস আমাদের দেশের একে অপরের প্রতি দায়িত্ববোধকে মনে করিয়ে দিচ্ছে এবং জাতি সংবিধানের মূল্যবোধগুলোকে বুঝতে পারছে।’

নিজের ভাষণে বাংলাদেশের উদাহরণ টেনে তিনি বলেন, ‘বাংলাদেশে আজ যা ঘটছে, স্বাধীনতা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আমাদের পরিষ্কারভাবে মনে করিয়ে দিচ্ছে। স্বাধীনতা ও মুক্তি লাভ সহজ। কিন্তু এ বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ, তা আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য অতীতের ঘটনাগুলো জানা প্রয়োজন।’

দিল্লিতে দেওয়া ওই বক্তব্যে ভারতীয় প্রধান বিচারপতি বর্তমান সময়ে স্বাধীনতার স্থায়ী প্রাসঙ্গিকতা তুলে ধরেন। তাঁর এমন মন্তব্য বাংলাদেশে সাম্প্রতিক পট-পরিবর্তনের প্রেক্ষাপটে এসেছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। এই অভ্যুত্থানের জন্য পদত্যাগের পর দেশ ছাড়তেও বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী। বর্তমানে তিনি ভারতের দিল্লিতে অবস্থান করছেন। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে বর্তমানে বাংলাদেশের হাল ধরেছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। তাঁর নেতৃত্বাধীন একটি অন্তর্বর্তীকালীন সরকার এখন দেশকে স্থিতিশীল করার জন্য কাজ করে যাচ্ছে।

ভারতের জন্য যারা জীবন দিয়েছে তাঁদের সম্মান জানানোর জন্য স্বাধীনতা দিবসের তাৎপর্যও তুলে ধরেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। তিনি বলেন, ‘স্বাধীনতা দিবস তাঁদের প্রতিশ্রুতিকে সম্মান করার একটি উপলক্ষ।’ তিনি স্বাধীনতা ও স্বাধীনতার মূল্যবোধকে সমুন্নত রাখতে সচেষ্ট ব্যক্তিদের অবদানের ওপর জোর দেন।

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে