হোম > বিশ্ব > ভারত

পুলিশের গুলিতে নিহতদের স্মরণে তৃণমূল ও বিজেপির সভা

প্রতিনিধি, কলকাতা

পুলিশের গুলিতে নিহত ১৩ জন কংগ্রেস কর্মীর স্মরণে আজ বুধবার (২১ জুলাই) 'শহীদ দিবস' পালন করছে তৃণমূল ও বিজেপি। গত বছরের মতো এ বছরও করোনার কারণে প্রকাশ্যে জনসভা হচ্ছে না। ভার্চুয়াল জনসভার মাধ্যমে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। কংগ্রেসের পক্ষ থেকে এই দিবসকে কেন্দ্র করে তেমন কোনো কর্মসূচি নেওয়া হয়নি।

১৯৯৩ সালে মমতা ব্যানার্জির নেতৃত্বে যুব কংগ্রেস কর্মীরা রাজ্যে আন্দোলনে নামেন। সেই সময়ে পুলিশ গুলি চালালে ১৩ জন আন্দোলনকারী নিহত হন।

সেই সময়ে ক্ষমতায় ছিলেন প্রয়াত সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। আর মমতা ব্যানার্জি ছিলেন পশ্চিমবঙ্গের যুব কংগ্রেসের সভানেত্রী। তাঁর মূল দাবি ছিল, ভোটারদের সচিত্র পরিচয়পত্র দিতে হবে। মমতা কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেও নিহতদের কথা তিনি ভোলেননি।

মমতা ব্যানার্জি বলেন, 'শহীদ দিবস বাংলার ইতিহাসে একটি আবেগঘন দিন। ১৯৯৩ সালের আজকের এই দিনে পুলিশের নৃশংসতার কাছে ১৩টি নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিলেন।’

মমতা ব্যানার্জি আরও বলেন, 'সারা জীবন সহকর্মী ভাই বোনদের প্রতি সকল অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠস্বর তুলেছি। নিঃস্বার্থ ভাবে জীবন দেওয়া ১৩ জন সাহসী হৃদয়ের কথা মনে পড়ে আজও কষ্ট লাগে।'

এদিকে বিজেপিও ২১ শে জুলাই পালনে 'পশ্চিমবঙ্গ বাঁচাও, গণতন্ত্র বাঁচাও' কর্মসূচি হাতে নিয়েছে। সেই কর্মসূচিতে অংশ নেবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

নিজেদের কোনো আয়োজন না থাকলেও সামাজিক গণমাধ্যমে কংগ্রেসের পক্ষ থেকে লেখা হয়েছে, 'একুশ আমাদের আবেগ, একুশ আমাদের লড়াই, রক্তে রাঙা একুশে জুলাই ভুলছি না, ভুলব না।'

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে