হোম > বিশ্ব > ভারত

তিন বার করোনায় আক্রান্তের পরও দমে যায়নি প্রতিমার সেবাধর্ম

প্রতিনিধি, কলকাতা

বয়স ৬০ পেরিয়েছে। তিনবার করোনায় আক্রান্তও হয়েছেন তিনি। তবু এই নারী করোনার বিরুদ্ধে যুদ্ধে রণাঙ্গন ছাড়তে নারাজ। নিজের জীবন বাজি রেখে করোনা রোগীকে সব রকম চিকিৎসা সহায়তা দিয়ে আসছেন তিনি।

বলছি প্রতিমা দেশমুখের কথা। পশ্চিমবঙ্গের হাওড়া জেলার সঞ্জীবনী মেডিকেল কলেজ ও হাসপাতালের চিফ মেট্রোন। অর্থাৎ নার্সদের প্রধান। এখনও নিজের হাতে করোনা রোগীদের সেবা করেন তিনি।

গত দেড় বছরে তিনবার করোনায় আক্রান্ত হয়েছেন। কিন্তু তাতেও ভ্রুক্ষেপ নেই। নিজে যখন আক্রান্ত হয়েছেন তখনও সাহসের কোনও অভাব ছিল না। রোগীদেরও এখন সাহস জোগাচ্ছেন করোনা যুদ্ধের।

অসীম সাহস আর রোগীকে সুস্থ করে তোলার নেশাই তাঁকে বাধ্য করছে প্রতিদিন পিপিই পরে করোনা রোগীদের সেবা করতে। প্রতিমা সেবা করার মানসিকতা অন্যদেরও উৎসাহিত করছে।  

শারীরিকভাবে পুরোপুরি সুস্থ না হলেও প্রতিমার মানসিক জোর তাঁকে কিছুতেই কাবু হতে দিচ্ছে না। তাই বয়স বা কোভিড-১৯ কিছুতেই দাবিয়ে রাখতে পারছে না প্রতিমাকে। 
তিন বার মাথাঘুড়ে পরে গিয়েছেন তিনি। হারিয়েছেন জ্ঞান। কিন্তু ফের উঠে দাঁড়িয়ে নেমে পড়েছেন মানুষের সেবায়। অন্যের সেবাই তাঁর ধর্ম। তাই মন দিয়ে করে চলেছেন ধর্মাচারণ। অন্য নার্সদের কাছেও আদর্শ এখন প্রতিমা।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে