হোম > বিশ্ব > ভারত

তিন বার করোনায় আক্রান্তের পরও দমে যায়নি প্রতিমার সেবাধর্ম

প্রতিনিধি, কলকাতা

বয়স ৬০ পেরিয়েছে। তিনবার করোনায় আক্রান্তও হয়েছেন তিনি। তবু এই নারী করোনার বিরুদ্ধে যুদ্ধে রণাঙ্গন ছাড়তে নারাজ। নিজের জীবন বাজি রেখে করোনা রোগীকে সব রকম চিকিৎসা সহায়তা দিয়ে আসছেন তিনি।

বলছি প্রতিমা দেশমুখের কথা। পশ্চিমবঙ্গের হাওড়া জেলার সঞ্জীবনী মেডিকেল কলেজ ও হাসপাতালের চিফ মেট্রোন। অর্থাৎ নার্সদের প্রধান। এখনও নিজের হাতে করোনা রোগীদের সেবা করেন তিনি।

গত দেড় বছরে তিনবার করোনায় আক্রান্ত হয়েছেন। কিন্তু তাতেও ভ্রুক্ষেপ নেই। নিজে যখন আক্রান্ত হয়েছেন তখনও সাহসের কোনও অভাব ছিল না। রোগীদেরও এখন সাহস জোগাচ্ছেন করোনা যুদ্ধের।

অসীম সাহস আর রোগীকে সুস্থ করে তোলার নেশাই তাঁকে বাধ্য করছে প্রতিদিন পিপিই পরে করোনা রোগীদের সেবা করতে। প্রতিমা সেবা করার মানসিকতা অন্যদেরও উৎসাহিত করছে।  

শারীরিকভাবে পুরোপুরি সুস্থ না হলেও প্রতিমার মানসিক জোর তাঁকে কিছুতেই কাবু হতে দিচ্ছে না। তাই বয়স বা কোভিড-১৯ কিছুতেই দাবিয়ে রাখতে পারছে না প্রতিমাকে। 
তিন বার মাথাঘুড়ে পরে গিয়েছেন তিনি। হারিয়েছেন জ্ঞান। কিন্তু ফের উঠে দাঁড়িয়ে নেমে পড়েছেন মানুষের সেবায়। অন্যের সেবাই তাঁর ধর্ম। তাই মন দিয়ে করে চলেছেন ধর্মাচারণ। অন্য নার্সদের কাছেও আদর্শ এখন প্রতিমা।

পেহেলগাম হামলায় এনআইএর চার্জশিট, ৫ ব্যক্তির সঙ্গে এলটিই-টিআরএফও অভিযুক্ত

হিমালয়ে হারিয়ে যাওয়া পারমাণবিক যন্ত্র ৬০ বছর পরও গঙ্গার জন্য ঝুঁকি

আরও ৩০০ কোটি রুপির ইসরায়েলি ‘হেরন মার্ক টু’ ড্রোন কিনছে ভারত

দিল্লিতে ঘন ধোঁয়াশায় ৪০ ফ্লাইট বাতিল, বিলম্বিত ৩০০

ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাস— ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক