হোম > বিশ্ব > ভারত

তিন বার করোনায় আক্রান্তের পরও দমে যায়নি প্রতিমার সেবাধর্ম

প্রতিনিধি, কলকাতা

বয়স ৬০ পেরিয়েছে। তিনবার করোনায় আক্রান্তও হয়েছেন তিনি। তবু এই নারী করোনার বিরুদ্ধে যুদ্ধে রণাঙ্গন ছাড়তে নারাজ। নিজের জীবন বাজি রেখে করোনা রোগীকে সব রকম চিকিৎসা সহায়তা দিয়ে আসছেন তিনি।

বলছি প্রতিমা দেশমুখের কথা। পশ্চিমবঙ্গের হাওড়া জেলার সঞ্জীবনী মেডিকেল কলেজ ও হাসপাতালের চিফ মেট্রোন। অর্থাৎ নার্সদের প্রধান। এখনও নিজের হাতে করোনা রোগীদের সেবা করেন তিনি।

গত দেড় বছরে তিনবার করোনায় আক্রান্ত হয়েছেন। কিন্তু তাতেও ভ্রুক্ষেপ নেই। নিজে যখন আক্রান্ত হয়েছেন তখনও সাহসের কোনও অভাব ছিল না। রোগীদেরও এখন সাহস জোগাচ্ছেন করোনা যুদ্ধের।

অসীম সাহস আর রোগীকে সুস্থ করে তোলার নেশাই তাঁকে বাধ্য করছে প্রতিদিন পিপিই পরে করোনা রোগীদের সেবা করতে। প্রতিমা সেবা করার মানসিকতা অন্যদেরও উৎসাহিত করছে।  

শারীরিকভাবে পুরোপুরি সুস্থ না হলেও প্রতিমার মানসিক জোর তাঁকে কিছুতেই কাবু হতে দিচ্ছে না। তাই বয়স বা কোভিড-১৯ কিছুতেই দাবিয়ে রাখতে পারছে না প্রতিমাকে। 
তিন বার মাথাঘুড়ে পরে গিয়েছেন তিনি। হারিয়েছেন জ্ঞান। কিন্তু ফের উঠে দাঁড়িয়ে নেমে পড়েছেন মানুষের সেবায়। অন্যের সেবাই তাঁর ধর্ম। তাই মন দিয়ে করে চলেছেন ধর্মাচারণ। অন্য নার্সদের কাছেও আদর্শ এখন প্রতিমা।

বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা অবস্থায় পুশ ব্যাকের শিকার সেই সোনালী জন্ম দিলেন পুত্রসন্তান

‘বাংলাদেশ পাকিস্তান নয়, এই পরিস্থিতি আমরাই ডেকে এনেছি’, মোস্তাফিজ ইস্যুতে শশী থারুর

ভারতে ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমামের জামিন আবারও নামঞ্জুর

ভারতে দক্ষিণ কোরিয়ার নাগরিক খুন, লিভ-ইন সঙ্গী মণিপুরি তরুণী গ্রেপ্তার

উত্তর প্রদেশে পিঠে ফোন ঠেকিয়ে ‘বাংলাদেশি’ শনাক্ত করছে পুলিশ, ওয়াইসির ব্যঙ্গ

দিল্লিতে যে বসে আছে, তাকে বাংলাদেশে পৌঁছে দিন—মোদিকে ওয়াইসি

কেকেআর থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হিন্দুদের বিজয়: বিজেপি নেতা

বিজেপিকে উৎখাতে বাংলাদেশ-শ্রীলঙ্কার মতো গণ-অভ্যুত্থান দরকার: ভারতীয় রাজনীতিক

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

ক্রিকেটে রাজনীতি টানা উচিত নয়—আইপিএলে মোস্তাফিজ প্রসঙ্গে শশী থারুর