হোম > বিশ্ব > ভারত

ক্ষমতা ছাড়া শান্তি আনা সম্ভব নয়: মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ক্ষমতা ছাড়া কোনোভাবেই শান্তি আনা সম্ভব নয়। সৈনিকদের সঙ্গে দীপাবলি উৎসব উদ্যাপনের লক্ষ্যে কারগিলে গিয়েছিলেন মোদি। সেখানেই সৈনিকদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে মোদি এই মন্তব্য করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

তাঁর সরকার যুদ্ধকে যেকোনো সংকট সমাধানের সর্বশেষ বিকল্প বিবেচনা করে উল্লেখ করে মোদি বলেন, ‘আমরা সব সময় যুদ্ধকেই শেষ বিকল্প হিসেবে বিবেচনা করেছি। লঙ্কা বা কুরুক্ষেত্র সবক্ষেত্রেই শেষ অবধি যুদ্ধ ঠেকানোর সর্বাত্মক চেষ্টা করা হয়েছিল। আমরা বিশ্ব শান্তির পক্ষে।’ 

ভাষণে মোদি সৈন্যদের তাঁর ‘পরিবার’ হিসেবে উল্লেখ করে তিনি জানান, তিনি সৈনিকদের ছাড়া ঠিকভাবে দীপাবলি উদ্যাপন করতে পারেন না। এ সময় মোদি সেনাদের সাহসিকতার প্রশংসা করে বলেন, ‘পাকিস্তানের সঙ্গে কারগিলে এমন কোনো যুদ্ধ হয়নি যেখানে ভারত জেতেনি।’ 

সৈন্যদের দীপাবলির শুভেচ্ছা জানিয়ে, মোদি বলেন—‘আমার দীপাবলির কোমলতা ও মাধুর্য আপাদের মধ্যেই উপস্থিত।’ এ সময় সৈনিকদের সাহসিকতার প্রশংসা করে মোদি বলেন, ‘দ্রাস, বাটালিক ও টাইগার হিল সৈনিকদের অসামান্য সাহসিকতার সাক্ষী। কারগিলে আমাদের সৈন্যরা সফলতার সঙ্গে সন্ত্রাস দমন করতে পেরেছে। আমি সেই ঘটনার একজন সাক্ষী।’

ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ আজ দুর্নীতির বিরুদ্ধে এক নির্ধারক যুদ্ধ লড়ছে। দুর্নীতিবাজেরা যত শক্তিশালীই হোক না কেন তাঁরা পালাতেও পারবে না, বাঁচবেও না। অপশাসন দীর্ঘ সময়ের জন্য দেশের সম্ভাবনাকে সীমিত করে দিয়েছে এবং আমাদের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করেছে।’ 

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

বিজেপির জাতীয় সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

নারীদের সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, কর্ণাটকে পুলিশের শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক