হোম > বিশ্ব > ভারত

জনস্বার্থ মামলাকে প্রচার স্বার্থ বলে কটাক্ষ ভারতীয় সুপ্রিম কোর্টের 

প্রতিনিধি, কলকাতা

জনস্বার্থ মামলাকে প্রচার স্বার্থ বলে কটাক্ষ করলেন ভারতের সুপ্রিম কোর্ট। আজ মঙ্গলবার আইনজীবীদের  সতর্ক করে দিয়ে সর্বোচ্চ আদালত বলেছেন, প্রচারের জন্য কথায় কথায় জনস্বার্থ মামলা করা চলবে না।

আইনজীবী প্রদীপ কুমার যাদব এদিন সর্বোচ্চ আদালতের কাছে একটি জনস্বার্থ মামলায় আইনজীবীদের জন্য ক্ষতিপূরণ দাবি করেন। তাঁর দাবি, ৬০ বছরের নীচে কোনও আইনজীবী মারা গেলে তাঁর পরিবারকে ৫০ লাখ রুপি ক্ষতিপূরণ দিতে হবে।

সেইসঙ্গে তিনি উল্লেখ করেন, সরকার অন্যান্য পেশাকে সাহায্য করে থাকে। কোভিড পরিস্থিতিতে আইনজীবীদের অবস্থাও খুব খারাপ। এই অবস্থায় আইনজীবীদের স্বার্থ সুরক্ষিত রাখা সরকারের কর্তব্য। 

কিন্তু তাঁর আবেদনই খারিজ করে দেন সর্বোচ্চ আদালত। আদালত উল্টো আইনজীবীদের কালো কোটের সম্মান রেখে এধরনের মামলার থেকে বিরত থাকার অনুরোধ করেন।

বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ভূয়া জনস্বার্থ মামলা থেকে বিরত থাকতে আইনজীবীদের পরামর্শ দেন। তাঁর মতে, কালো কোট পরারাই শুধু বিশেষ সুবিধা ভোগী হতে পারেন না। জীবন সবার কাছেই মহার্ঘ্য।

বিচারপতি বলেন, সময় এসেছে এধরনের আজেবাজে জনস্বার্থ মামলা বন্ধ করার। আইনজীবীদের মনে রাখা উচিত প্রচারের স্বার্থে যেকোনও মামলাকে জনস্বার্থ মামলা বলা যায়না। 

আইনজীবী যাদব বলার চেষ্টা করেন, করোনার কারণে দেশের বেশিরভাগ আদালতই বন্ধ। এই অবস্থায় আইনি পেশার সঙ্গে জড়িতদের স্বার্থ দেখা রাষ্ট্রের কর্তব্য। অন্যান্য পেশার মতো উকিলদেরও সাহায্য করা উচিত।

জবাবে বিচারপতি চন্দ্রচূড় বলেন, আপনার পরিবারের কাছে আপনার জীবন যেমন দামি, তেমনি অন্যদের পরিবারের কাছে তাঁদের প্রিয়জনের জীবন অমূল্য। আইনজীবীরা মোটেই ব্যতিক্রম নন। তাই শুধু উকিলদের ক্ষতিপূরণের দাবি অযৌক্তিক।

উল্লেখ্য, ভারতের বেশিরভাগ আদালতই করোনার কারণে ভার্চুয়ালি চলছে। তবে কিছু বিধিনিষেধের মধ্যে দিল্লি হাইকোর্ট ও অন্যান্য জেলা আদালতে আগস্ট থেকেই শুরু হয়েছে স্বাভাবিক কাজকর্ম। 

সুপ্রিম কোর্টে ১ সেপ্টেম্বর থেকে শারীরিকভাবে উপস্থিতির মাধ্যমে কিছু সওয়াল-জবাব শুরু করলেও ভার্চুয়ালি চলছে বেশিরভাগ মামলা।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে