ঢাকা: ভারতে বেড়েই চলেছে করোনার সংক্রমণ । আজ সোমবার সকালে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুই লাখ ৭৩ হাজার ৮১০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত এটিই ভারতে একদিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যু হয়েছে এক হাজার ৬১৯ জনের। এটিও এখন পর্যন্ত দেশটিতে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে এ পর্যন্ত এক কোটি ৫০ লাখ ৬১ হাজার ৯১৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। ভারতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১ লাখ ৭৮ হাজার ৭৬৯ জন । ভারতে এখনও পর্যন্ত ১ কোটি ২৯ লাখ ৫৩ হাজার ৮২১ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। দেশটিতে মোট টিকা পেয়েছেন ১২ কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৫৬৬ জন।
গত বৃহস্পতিবার থেকেই ভারতে দৈনিক দুই লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হচ্ছে। করোনা পরিস্থিতির মধ্যেই মোদি সরকার হিন্দু ধর্মালম্বীদের উৎসব কুম্ভ মেলা উপলক্ষে লোকজনকে সমবেত হওয়ার অনুমতি দেয়। ফলে এই মেলাকে কেন্দ্র করে গঙ্গা নদীতে কয়েক লাখ পুণ্যার্থী অংশ নেন। এই আয়োজন করোনার সুপারস্প্রেডারে পরিণত হতে পারে আশঙ্কা করা হচ্ছে।
রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসাসেবায় সঙ্কট দেখা দিয়েছে। মৃতের সংখ্যায় বেড়ে যাওয়ায় ভারতের বিভিন্ন রাজ্যে মরদেহ সৎকারেও হিমশিম খেতে হচ্ছে।