হোম > বিশ্ব > ভারত

আড়াই বছর পর চীনের সঙ্গে সংঘর্ষ, পাঁচ দিনের মাথায় ক্ষেপণাস্ত্র ছুড়ল ভারত

ভারত সফলভাবে ‘অগ্নি ৫’ নামের পরমাণু সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ৫ হাজার ৪০০ কিলোমিটারের বেশি দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ভারতের অরুণাচল প্রদেশের ডি ফ্যাক্টো সীমান্তে চীনের সঙ্গে সংঘর্ষের পাঁচ দিন পর ভারত এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের নতুন প্রযুক্তি ও সরঞ্জাম যাচাই করার জন্য পরীক্ষাটি করা হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে। এটি এখন আগের চেয়ে আরও দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। 

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে এনডিটিভি আরও জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার রাতে ভারতের উড়িষ্যা উপকূলের আব্দুল কালাম দ্বীপ থেকে এই পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। এটি অগ্নি ৫-এর নবম ফ্লাইট। ২০১২ সালে প্রথমবারের মতো এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল ভারত। 

এটি একটি নিয়মিত পরীক্ষা বলেও জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, ভারত-চীন সীমান্ত সংঘর্ষের কয়েক দিন পর এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হলেও এটি আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল। ভারত একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবে বলে অরুণাচল সংঘর্ষের আগেই বিমান সেনাদের উদ্দেশে নোটিশ জারি করেছিল। 

গত ৯ ডিসেম্বর ভারতের অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) ভারতীয় ও চীনা সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন কর্মী সামান্য আহত হন। সংক্ষিপ্ত সংঘর্ষের পর উভয় পক্ষ তাৎক্ষণিকভাবে এলাকা থেকে সরে গেছে। 

প্রায় আড়াই বছর আগে চীন ও ভারতের মধ্যে সর্বশেষ সংঘর্ষটি হয়েছিল ২০২০ সালের জুনে। ওই সময় গালওয়ান উপত্যকায় সংঘর্ষে ২০ জন ভারতীয় সৈন্য প্রাণ হারান। আর চীনের পক্ষে হতাহতের সংখ্যা ছিল ৪০-এর বেশি। এই রক্তক্ষয়ী ঘটনার পর প্যাংগং লেকের দক্ষিণ তীরসহ বেশ কয়েকটি সীমান্তসংলগ্ন স্থানে দুই দেশের সেনারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। 

সাম্প্রতিক সংঘর্ষের পর দুই দেশের সামরিক কমান্ডারদের মধ্যে একাধিক বৈঠক হয়। পরে ভারতীয় ও চীনা সৈন্যরা লাদাখের গোগরা-হট স্প্রিংসসহ মূল পয়েন্টগুলো থেকে সরে গেছেন। 

সরকারি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, সীমান্ত সম্পর্কে ‘মতবিরোধের’ কারণে ২০০৬ সাল থেকে এ ধরনের সংঘর্ষের ঘটনা ঘটছে। এর আগে ১৯৬২ সালে অরুণাচল প্রদেশের নিয়ন্ত্রণ নিয়ে চীন ও ভারত সংঘর্ষে জড়িয়েছিল। চীন এই অঞ্চলকে তিব্বতের অংশ বলে দাবি করেছিল। 

বিজেপির জাতীয় সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

নারীদের সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, কর্ণাটকে পুলিশের শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার