হোম > বিশ্ব > ভারত

প্রধানমন্ত্রী আসবেন বলে ২৩ কোটি রুপিতে রাস্তা সংস্কার, ২৪ ঘণ্টা পরই গেল ভেঙে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বেঙ্গালুরু সফরের মাত্র দুই দিন আগে একটি রাস্তা সংস্কার করা হয়েছিল। সফরের পর ২৪ ঘণ্টা না পেরোতেই সেই রাস্তা ভেঙে খানাখন্দে পানি জমতে শুরু করেছে। এ নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছে রাজ্যের বিজেপি সরকার। ক্ষুব্ধ প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই। নাগরিক সমাজ এমন অনিয়মের বিষয়ে কর্ণাটক হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছে।

২০ জুন বেঙ্গালুরু সফরে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শহরের নাগরিক কমিটি ব্রুহাত বেঙ্গালুরু মহানগর পালিকে বা বিবিএমপি প্রধারমন্ত্রীর সফরের আগে রাস্তা সংস্কারে ২৩ কোটি রুপি খরচ করেছে। এর অংশ হিসেবে সফরের মাত্র দুই দিন আগে ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্য দিয়ে যাওয়া একটি রাস্তা পুনর্নির্মাণে ব্যয় করা হয় সাড়ে ৬ কোটি রুপি। ডক্টর বিআর আম্বেদকর স্কুল অব ইকোনমিকস বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য এই রাস্তাটি প্রধানমন্ত্রী মোদি ব্যবহার করেছিলেন।

প্রধানমন্ত্রী মোদি দিল্লির উদ্দেশে রওনা হওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে বৃষ্টির কারণে রাস্তাটিতে ফাটল ধরে এবং স্থানে স্থানে ভেঙে পড়েছে। রাস্তাটি আবার করা হচ্ছে। তবে নাগরিক কমিটিকে এর জন্য আর কোনো টাকা দেওয়া হচ্ছে না। কারণ ঠিকাদারকে দায় বিমার অধীনে এই রাস্তায় অবশ্যই আবার নির্মাণ করে দিতে হবে।

গতকাল বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই বিবিএমপি কমিশনারকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। নাগরিক কমিটি তিন ইঞ্জিনিয়ারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। কিন্তু কমিশনার তুষার গিরিনাথ জনগণের টাকা খরচের জবাবদিহি সম্পর্কে প্রশ্নের বিষয়ে গণমাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এদিকে স্থানীয় বাসিন্দাদের এ সংক্রান্ত একটি আবেদনের শুনানি করে কর্ণাটক হাইকোর্ট বিস্ময় প্রকাশ করে বলেছেন, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে প্রায়ই শহর পরিদর্শন করা উচিত! তাহলে কি নাগরিক কমিটির তাদের সব কাজ নিয়মিত পরিদর্শন করতে হবে?

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে