হোম > বিশ্ব > ভারত

স্বামীর মুণ্ডু কেটে মন্দিরে রাখলেন স্ত্রী 

ত্রিপুরায় স্বামীর মুণ্ডু কেটে পারিবারিক মন্দিরে রেখে দিয়েছিলেন ভারতের ত্রিপুরা রাজ্যের এক নারী। শনিবার ভোররাতে ত্রিপুরার খোয়াই জেলার ওই নারী তাঁর ৫০ বছর বয়স্ক স্বামীর শিরশ্ছেদ করেন। পরে রক্তমাখা মুণ্ডু প্লাস্টিক ব্যাগে মুড়িয়ে মন্দিরে রাখেন। পরে ওই নারীকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ। শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

স্থানীয় পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী ওই নারীর পুত্রের বরাতে জানিয়েছেন, ওই নারী সম্প্রতি মানসিক রোগে আক্রান্ত হন এবং স্থানীয় তান্ত্রিকের সাহায্যে তাঁর চিকিৎসাও করানোর চেষ্টা করা হয়েছে। 

ভানুপদ আরও বলেছেন, ‘এই হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। তাঁদের বড় ছেলে বলেছেন যে—তাঁর মা সম্প্রতি মানসিক রোগে আক্রান্ত হন এবং স্থানীয় তান্ত্রিকের সাহায্যে তাঁর চিকিৎসাও করানোর চেষ্টা করা হয়েছে।’ 

পুলিশ আরও জানায়, খোয়াইয়ের ইন্দিরা কলোনির গ্রামের বাড়ি থেকে ৪২ বছর বয়সী ওই নারীকে গ্রেপ্তার করা হয়। তিনি সেখানে তাঁর দিনমজুর স্বামী রবীন্দ্র তাঁতি ও তাঁদের দুই শিশু ছেলেকে নিয়ে থাকতেন। 

নিহত ব্যক্তির বড় ছেলে বলেছে, ‘আমার মা সব সময় নিরামিষভোজী ছিলেন। কিন্তু গত রাতে সে মুরগি খেয়ে ঘুমাতে যায়। আমরাও সবাই ঘুমিয়ে যাই। হঠাৎ ঘুম থেকে জেগে দেখি বাবার শিরশ্ছেদ করা হয়েছে। মা রক্তে ভেজা দা নিয়ে দাঁড়িয়ে আছে। বিষয়টি দেখে আমি হতবাক হয়ে যাই।’ 

স্বামীকে হত্যার পর ওই নারী নিজেই নিজেকে একটি ঘরে আটকে রাখেন। সেখান থেকেই পুলিশ পরে তাঁকে গ্রেপ্তার করে। 

পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী বলেন, ‘আমরা ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছি এবং মহিলাকে আটক করেছি। তদন্তও শুরু হয়েছে। পুলিশের একটি ফরেনসিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করেছে।’ 

অভিযুক্তের মানসিক অসুস্থতা সম্পর্কে ভানুপদ চক্রবর্তী বলেন, ডাক্তারের রিপোর্ট ছাড়া তিনি এ বিষয়ে মন্তব্য করতে পারবেন না। 

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার

দিল্লিতে মসজিদ এলাকায় উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ৫ পুলিশ আহত

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি