হোম > বিশ্ব > ভারত

তালাক-ই-হাসান নিষিদ্ধ নয় ভারতে

কলকাতা প্রতিনিধি

ভারতে তিন তালাক নিষিদ্ধ ঘোষিত হয়েছে অনেক আগেই। তবে তিন তালাক নিষিদ্ধ ঘোষিত হলেও মুসলিম ধর্মাবলম্বীদের তালাক-ই-হাসান নিয়ে আপাতত কোনো আপত্তি নেই দেশটির সর্বোচ্চ আদালতের। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার তালাক সংক্রান্ত এক মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট বলেছেন, তালাক-ই-হাসান প্রাথমিক বিচারে তাঁদের কাছে মোটেই আপত্তিজনক বলে মনে হয়নি।

আদালত এই বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানাননি। এই বিষয়ে তাঁরা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন পরে। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ২৯ আগস্ট। তালাক-ই-হাসান হলো সাধারণভাবে এক মাস পরপর তালাক উচ্চারণ করা। এর ফলে ৯০ দিনে তিনবার তালাক উচ্চারণের পর স্বামী-স্ত্রী পরস্পরের জন্য হারাম হয়ে যাবে।

এর আগে, মুসলিম নারীদের জন্য তালাক-ই-হাসানের মতো আইন বাতিলের দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সাংবাদিক বেনজির হিনা। তাঁর মতে, বিবাহ বিচ্ছেদের এই প্রথা নারীদের অধিকার খর্ব করে। সেই সঙ্গে তিনি তালাকের এই বিধানকে ইসলাম এবং ভারতীয় সংবিধান উভয়েরই বিরোধী বলেও তিনি সর্বোচ্চ আদালতের কাছে আরজি পেশ করেন। কিন্তু এদিন বিচারপতি সঞ্জয়কিষাণ কৌল এবং বিচারপতি এমএম সুন্দরেশ মন্তব্য করেছেন তালাক-ই-হাসান তিন তালাকের মতো আপত্তিকর নয়।

এই বিষয়ে আলোকপাত করতে গিয়ে আদালত নারীদের তালাক দেওয়ার অধিকারের প্রসঙ্গে ‘খুলা তালাক’ প্রথারও উল্লেখ করেন। উল্লেখ্য, ‘খুলা তালাক’ প্রথায় নারীরা বিয়েতে পাওয়া বরের বাড়ির সমস্ত দেনা পাওনা পরিশোধ করে স্বামীর কাছে বিচ্ছেদ চাইতে পারেন। 

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা

এবার ভারত–পাকিস্তান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার দাবি করল চীন

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’