হোম > বিশ্ব > ভারত

তালাক-ই-হাসান নিষিদ্ধ নয় ভারতে

কলকাতা প্রতিনিধি

ভারতে তিন তালাক নিষিদ্ধ ঘোষিত হয়েছে অনেক আগেই। তবে তিন তালাক নিষিদ্ধ ঘোষিত হলেও মুসলিম ধর্মাবলম্বীদের তালাক-ই-হাসান নিয়ে আপাতত কোনো আপত্তি নেই দেশটির সর্বোচ্চ আদালতের। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার তালাক সংক্রান্ত এক মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট বলেছেন, তালাক-ই-হাসান প্রাথমিক বিচারে তাঁদের কাছে মোটেই আপত্তিজনক বলে মনে হয়নি।

আদালত এই বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানাননি। এই বিষয়ে তাঁরা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন পরে। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ২৯ আগস্ট। তালাক-ই-হাসান হলো সাধারণভাবে এক মাস পরপর তালাক উচ্চারণ করা। এর ফলে ৯০ দিনে তিনবার তালাক উচ্চারণের পর স্বামী-স্ত্রী পরস্পরের জন্য হারাম হয়ে যাবে।

এর আগে, মুসলিম নারীদের জন্য তালাক-ই-হাসানের মতো আইন বাতিলের দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সাংবাদিক বেনজির হিনা। তাঁর মতে, বিবাহ বিচ্ছেদের এই প্রথা নারীদের অধিকার খর্ব করে। সেই সঙ্গে তিনি তালাকের এই বিধানকে ইসলাম এবং ভারতীয় সংবিধান উভয়েরই বিরোধী বলেও তিনি সর্বোচ্চ আদালতের কাছে আরজি পেশ করেন। কিন্তু এদিন বিচারপতি সঞ্জয়কিষাণ কৌল এবং বিচারপতি এমএম সুন্দরেশ মন্তব্য করেছেন তালাক-ই-হাসান তিন তালাকের মতো আপত্তিকর নয়।

এই বিষয়ে আলোকপাত করতে গিয়ে আদালত নারীদের তালাক দেওয়ার অধিকারের প্রসঙ্গে ‘খুলা তালাক’ প্রথারও উল্লেখ করেন। উল্লেখ্য, ‘খুলা তালাক’ প্রথায় নারীরা বিয়েতে পাওয়া বরের বাড়ির সমস্ত দেনা পাওনা পরিশোধ করে স্বামীর কাছে বিচ্ছেদ চাইতে পারেন। 

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

বিজয় দিবসে রাহুলের পোস্টেও বাংলাদেশ নেই, একাত্তরে সীমান্ত রক্ষায় ‘ভারতীয় বীর’দের শ্রদ্ধা

ইমরানকে বন্দী করে সাংবিধানিক ক্যুর মাধ্যমে আজীবন দায়মুক্তি নিয়েছেন সেনাপ্রধান: ভারতীয় রাষ্ট্রদূত

বাংলাদেশের মহান বিজয় দিবসকে ফের ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বলে শুভেচ্ছা মোদির