হোম > বিশ্ব > ভারত

কলেজে হিন্দু নারীর সঙ্গে কথা বলায় মুসলিম ছাত্রকে মারধর 

ভারতের কর্ণাটকে হিন্দু মেয়ের সঙ্গে কথা বলার অভিযোগে এক মুসলিম ছাত্রকে তারই সহপাঠীরা মারধর করেছেন। রাজ্যের দক্ষিণ কন্নড় জেলায় গত মঙ্গলবার এই ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, আজ বুধবার স্থানীয় পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ জানিয়েছে, মারধরের শিকার ওই শিক্ষার্থীর নাম মো. সানিফ (১৯)। তিনি জেলার জালসুর গ্রামের বাসিন্দা। পুলিশ আরও জানিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সুলিয়া তালুকের কাঁসাবা গ্রামের কলেজ প্রাঙ্গণে এক হিন্দু সহপাঠীর সঙ্গে কথা বলছিলেন সানিফ। তখন তাঁর অন্যান্য হিন্দু সহপাঠীরা তাঁদের দুজনের কথাবার্তায় বাধা দেয়। 

একপর্যায়ে, প্রোজ্জ্বল, তনুজ, অক্ষয়, মোক্ষিত, গৌতম এবং অন্যান্যরা মিলে সানিফকে সেখান থেকে কলেজের মাঠে নিয়ে যায়। এ সময় তাঁরা মেয়েটির সঙ্গে কী কথাবার্তা হয়েছে এবং কেন কথা বলেছে তা জানতে চায় এবং মেয়েটির সঙ্গে কথা বলায় তাঁকে মারধর করে। 

পুলিশ আরও জানিয়েছে, মারধরের সময় হিন্দু মেয়েটি সানিফকে মুক্ত করা চেষ্টা করার পরও অন্যরা তাঁকে জেরা করতেই থাকে। পরে হামলাকারীরা সানিফ ও হিন্দু মেয়েটির ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়। পরে আহত সানিফ বাড়িতে পৌঁছার পর তাঁকে সুলিয়া সরকারি হাসপাতালে নেওয়া হয় চিকিৎসার জন্য। 

সুলিয়া থানা-পুলিশ জানিয়েছে, এ সম্পর্কিত একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। তবে মামলার আসামিদের এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলেও জানিয়েছে পুলিশ।

বিজেপির জাতীয় সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

নারীদের সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, কর্ণাটকে পুলিশের শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার