হোম > বিশ্ব > ভারত

কলেজে হিন্দু নারীর সঙ্গে কথা বলায় মুসলিম ছাত্রকে মারধর 

ভারতের কর্ণাটকে হিন্দু মেয়ের সঙ্গে কথা বলার অভিযোগে এক মুসলিম ছাত্রকে তারই সহপাঠীরা মারধর করেছেন। রাজ্যের দক্ষিণ কন্নড় জেলায় গত মঙ্গলবার এই ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, আজ বুধবার স্থানীয় পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ জানিয়েছে, মারধরের শিকার ওই শিক্ষার্থীর নাম মো. সানিফ (১৯)। তিনি জেলার জালসুর গ্রামের বাসিন্দা। পুলিশ আরও জানিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সুলিয়া তালুকের কাঁসাবা গ্রামের কলেজ প্রাঙ্গণে এক হিন্দু সহপাঠীর সঙ্গে কথা বলছিলেন সানিফ। তখন তাঁর অন্যান্য হিন্দু সহপাঠীরা তাঁদের দুজনের কথাবার্তায় বাধা দেয়। 

একপর্যায়ে, প্রোজ্জ্বল, তনুজ, অক্ষয়, মোক্ষিত, গৌতম এবং অন্যান্যরা মিলে সানিফকে সেখান থেকে কলেজের মাঠে নিয়ে যায়। এ সময় তাঁরা মেয়েটির সঙ্গে কী কথাবার্তা হয়েছে এবং কেন কথা বলেছে তা জানতে চায় এবং মেয়েটির সঙ্গে কথা বলায় তাঁকে মারধর করে। 

পুলিশ আরও জানিয়েছে, মারধরের সময় হিন্দু মেয়েটি সানিফকে মুক্ত করা চেষ্টা করার পরও অন্যরা তাঁকে জেরা করতেই থাকে। পরে হামলাকারীরা সানিফ ও হিন্দু মেয়েটির ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়। পরে আহত সানিফ বাড়িতে পৌঁছার পর তাঁকে সুলিয়া সরকারি হাসপাতালে নেওয়া হয় চিকিৎসার জন্য। 

সুলিয়া থানা-পুলিশ জানিয়েছে, এ সম্পর্কিত একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। তবে মামলার আসামিদের এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলেও জানিয়েছে পুলিশ।

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে