হোম > বিশ্ব > ভারত

সুন্দর স্কুল চেয়ে মোদির কাছে আবেদন, ভিডিও ভাইরাল খুদে শিক্ষার্থীর

স্কুলে যেতে ভালো লাগে না ছোট্ট সিরাত নাজের। তার স্কুলের মেঝে অপরিষ্কার, বসার বেঞ্চ নেই। নোংরা মেঝেতে বসলে জামা-কাপড় নষ্ট হয়ে যায়। সে কিছু একটা করতে চায়। 

কী করা যায়, কী করা যায়, ভাবতে ভাবতে সে একটি ভিডিও করে বসে। আর সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। 

ভারতীয় বার্তা সংস্থা এএনআই বলছে, সিরাত নাজ নামের খুদে শিক্ষার্থীটির বাড়ি ভারতের জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার লোহাই মালহার গ্রামে। ভিডিওতে দেখা গেছে, সিরাত নাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে বলছে, ‘প্লিজ মোদিজি, আমাদের স্কুলটা সুন্দর করে বানিয়ে দিন।’ 

ভিডিওটি ‘মারমিক নিউজ’ নামের একটি ফেসবুক পেজে পোস্ট করার পর এখন পর্যন্ত ২০ লাখ বার দেখা হয়েছে। ভিডিওটিতে দর্শক লাইক, লাভসহ বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন ১ লাখ ১৬ হাজার। 

সিরাত নাজ নিজেকে স্থানীয় সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী হিসেবে পরিচয় দিয়ে ভিডিওতে কথা বলতে শুরু করে। প্রথমে সে বলে, ‘মোদিজি, আপনাকে আমার কিছু কথা বলার আছে। এরপর স্কুলের করিডরে হাঁটাহাঁটি করে সে স্কুলের পরিস্থিতি তুলে ধরে ভিডিওতে। মেঝে দেখিয়ে সে বলে, ‘দেখুন, মেঝে কত নোংরা। এখানেই আমাদের বসতে হয়।’ 

এরপর সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি অসমাপ্ত ভবন দেখিয়ে বলে, ‘দেখুন, পাঁচ বছর ধরে বিল্ডিংটি এমন নোংরা হয়ে পড়ে আছে। চলুন, আপনাকে এর ভেতরটা দেখাই।’ 

ধুলোবালু ভরা একটি মেঝে দেখিয়ে সে বলে, ‘আমাদের বসার মতো বেঞ্চ পর্যন্ত নেই। আমাদের মেঝেতে বসতে হয়। এতে স্কুলের পোশাক নোংরা হয়ে যায়। এ জন্য মা প্রায়ই আমাদের বকাঝকা করেন। প্লিজ, মোদি জি, আমাদের একটি সুন্দর স্কুল বানিয়ে দিন।’ 

ভিডিওটির ব্যাপ্তি ছিল ৫ মিনিটের মতো।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে