হোম > বিশ্ব > ভারত

সুন্দর স্কুল চেয়ে মোদির কাছে আবেদন, ভিডিও ভাইরাল খুদে শিক্ষার্থীর

স্কুলে যেতে ভালো লাগে না ছোট্ট সিরাত নাজের। তার স্কুলের মেঝে অপরিষ্কার, বসার বেঞ্চ নেই। নোংরা মেঝেতে বসলে জামা-কাপড় নষ্ট হয়ে যায়। সে কিছু একটা করতে চায়। 

কী করা যায়, কী করা যায়, ভাবতে ভাবতে সে একটি ভিডিও করে বসে। আর সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। 

ভারতীয় বার্তা সংস্থা এএনআই বলছে, সিরাত নাজ নামের খুদে শিক্ষার্থীটির বাড়ি ভারতের জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার লোহাই মালহার গ্রামে। ভিডিওতে দেখা গেছে, সিরাত নাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে বলছে, ‘প্লিজ মোদিজি, আমাদের স্কুলটা সুন্দর করে বানিয়ে দিন।’ 

ভিডিওটি ‘মারমিক নিউজ’ নামের একটি ফেসবুক পেজে পোস্ট করার পর এখন পর্যন্ত ২০ লাখ বার দেখা হয়েছে। ভিডিওটিতে দর্শক লাইক, লাভসহ বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন ১ লাখ ১৬ হাজার। 

সিরাত নাজ নিজেকে স্থানীয় সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী হিসেবে পরিচয় দিয়ে ভিডিওতে কথা বলতে শুরু করে। প্রথমে সে বলে, ‘মোদিজি, আপনাকে আমার কিছু কথা বলার আছে। এরপর স্কুলের করিডরে হাঁটাহাঁটি করে সে স্কুলের পরিস্থিতি তুলে ধরে ভিডিওতে। মেঝে দেখিয়ে সে বলে, ‘দেখুন, মেঝে কত নোংরা। এখানেই আমাদের বসতে হয়।’ 

এরপর সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি অসমাপ্ত ভবন দেখিয়ে বলে, ‘দেখুন, পাঁচ বছর ধরে বিল্ডিংটি এমন নোংরা হয়ে পড়ে আছে। চলুন, আপনাকে এর ভেতরটা দেখাই।’ 

ধুলোবালু ভরা একটি মেঝে দেখিয়ে সে বলে, ‘আমাদের বসার মতো বেঞ্চ পর্যন্ত নেই। আমাদের মেঝেতে বসতে হয়। এতে স্কুলের পোশাক নোংরা হয়ে যায়। এ জন্য মা প্রায়ই আমাদের বকাঝকা করেন। প্লিজ, মোদি জি, আমাদের একটি সুন্দর স্কুল বানিয়ে দিন।’ 

ভিডিওটির ব্যাপ্তি ছিল ৫ মিনিটের মতো।

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার