হোম > বিশ্ব > ভারত

‘আসলের’ লড়াইয়ে বিভাজিত শিবসেনা

ভারতের মহারাষ্ট্র রাজ্যের ক্ষমতাসীন দল শিবসেনার নেতৃবৃন্দের মধ্যে কে ‘আসল’, তা নিয়ে বিভাজন ক্রমশ স্পষ্ট হচ্ছে। একপক্ষের দাবি শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরের ছেলে উদ্ধব ঠাকরেই আসল নেতা। বিদ্রোহীদের দাবি তারা সংখ্যাগরিষ্ঠ, সুতরাং তারাই আসল।

শিবসেনার বিদ্রোহী অংশের নেতা একনাথ সিন্ধের পক্ষে রয়েছেন প্রায় ৪০ জন বিধায়ক। সঙ্গে দলীয় আরও ১০ জনের মতো নেতা। তাঁরা বর্তমানে বিজেপি শাসিত রাজ্য আসামের গুয়াহাটিতে একটি বিলাসবহুল হোটেলে অবস্থান করছেন। সেখানে তাঁরা বিজেপি নেতৃবৃন্দের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলে দাবি উদ্ধব ঠাকরের অনুসারীদের।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা গেছে, উদ্ধব ঠাকরে এরই মধ্যে রাজ্যের বিধানসভার দলীয় নেতা হিসেবে একনাথ সিন্ধের পরিবর্তে অজয় চৌধুরীকে মনোনীত করেছেন। বিধানসভার ডেপুটি স্পিকার নরহরি জিরওয়াল অজয় চৌধুরীকে বিধানসভার নেতা পদে দাখিল করা আবেদনপত্রও গ্রহণ করেছেন। বিপরীতে দলীয় হুইপের পদে একনাথ সিন্ধের গ্রুপের মনোনীত প্রার্থী ভারত গোগাওয়ালার আবেদন নাকচ করেছেন। 

এদিকে, বিদ্রোহ ঘোষণা করায় রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ডেপুটি স্পিকারকে অনুরোধ করেছেন একনাথ সিন্ধেসহ আরও ১৫ জন বিধায়ককে বিধানসভা থেকে বহিষ্কার করতে। এর পরিপ্রেক্ষিতে ডেপুটি স্পিকার কেন তাঁদের বহিষ্কার করা হবে না এই মর্মে নোটিশ জারি করলে দুই স্বতন্ত্র বিধায়ক একনাথ সিন্ধের গ্রুপকে রক্ষার্থে সরাসরি ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। 

অপরদিকে, একনাথ সিন্ধে জানিয়েছেন তিনি নির্বাচন কমিশনের কাছে গিয়ে দাবি জানাবেন যে তাঁরাই আসল শিবসেনা। কারণ, তাঁর কাছেই সবচেয়ে বেশি সংখ্যক বিধায়ক রয়েছে। 

মহারাষ্ট্রে শিবসেনার মিত্র শারদ পাওয়ারের দল ন্যাশনালিস্ট পার্টি–এনসিপি এবং কংগ্রেস জানিয়েছে তাঁরা উদ্ধব ঠাকরেকেই সমর্থন করবেন। তবে বিশ্লেষকদের ধারণা শিবসেনা যদি বিদ্রোহীদের বরখাস্ত করতে ব্যর্থ হয় তবে জোটের মিত্রদের সমর্থনের পরও সরকার টেকানো কঠিন হয়ে যাবে। 

দিল্লিতে যে বসে আছে, তাকে বাংলাদেশে পৌঁছে দিন—মোদিকে ওয়াইসি

কেকেআর থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হিন্দুদের বিজয়: বিজেপি নেতা

বিজেপিকে উৎখাতে বাংলাদেশ-শ্রীলঙ্কার মতো গণ-অভ্যুত্থান দরকার: ভারতীয় রাজনীতিক

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

ক্রিকেটে রাজনীতি টানা উচিত নয়—আইপিএলে মোস্তাফিজ প্রসঙ্গে শশী থারুর

বিয়ে করছেন প্রিয়াঙ্কা গান্ধীর ছেলে, কনে কে

ভারতের ইন্দোরে দূষিত পানি পানে অন্তত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০০

থার্টি ফার্স্টের রাতে ‘মিষ্টি খাওয়াতে ডেকে’ পরকীয়া প্রেমিকের গোপনাঙ্গ কর্তন

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ