হোম > বিশ্ব > ভারত

‘আসলের’ লড়াইয়ে বিভাজিত শিবসেনা

ভারতের মহারাষ্ট্র রাজ্যের ক্ষমতাসীন দল শিবসেনার নেতৃবৃন্দের মধ্যে কে ‘আসল’, তা নিয়ে বিভাজন ক্রমশ স্পষ্ট হচ্ছে। একপক্ষের দাবি শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরের ছেলে উদ্ধব ঠাকরেই আসল নেতা। বিদ্রোহীদের দাবি তারা সংখ্যাগরিষ্ঠ, সুতরাং তারাই আসল।

শিবসেনার বিদ্রোহী অংশের নেতা একনাথ সিন্ধের পক্ষে রয়েছেন প্রায় ৪০ জন বিধায়ক। সঙ্গে দলীয় আরও ১০ জনের মতো নেতা। তাঁরা বর্তমানে বিজেপি শাসিত রাজ্য আসামের গুয়াহাটিতে একটি বিলাসবহুল হোটেলে অবস্থান করছেন। সেখানে তাঁরা বিজেপি নেতৃবৃন্দের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলে দাবি উদ্ধব ঠাকরের অনুসারীদের।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা গেছে, উদ্ধব ঠাকরে এরই মধ্যে রাজ্যের বিধানসভার দলীয় নেতা হিসেবে একনাথ সিন্ধের পরিবর্তে অজয় চৌধুরীকে মনোনীত করেছেন। বিধানসভার ডেপুটি স্পিকার নরহরি জিরওয়াল অজয় চৌধুরীকে বিধানসভার নেতা পদে দাখিল করা আবেদনপত্রও গ্রহণ করেছেন। বিপরীতে দলীয় হুইপের পদে একনাথ সিন্ধের গ্রুপের মনোনীত প্রার্থী ভারত গোগাওয়ালার আবেদন নাকচ করেছেন। 

এদিকে, বিদ্রোহ ঘোষণা করায় রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ডেপুটি স্পিকারকে অনুরোধ করেছেন একনাথ সিন্ধেসহ আরও ১৫ জন বিধায়ককে বিধানসভা থেকে বহিষ্কার করতে। এর পরিপ্রেক্ষিতে ডেপুটি স্পিকার কেন তাঁদের বহিষ্কার করা হবে না এই মর্মে নোটিশ জারি করলে দুই স্বতন্ত্র বিধায়ক একনাথ সিন্ধের গ্রুপকে রক্ষার্থে সরাসরি ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। 

অপরদিকে, একনাথ সিন্ধে জানিয়েছেন তিনি নির্বাচন কমিশনের কাছে গিয়ে দাবি জানাবেন যে তাঁরাই আসল শিবসেনা। কারণ, তাঁর কাছেই সবচেয়ে বেশি সংখ্যক বিধায়ক রয়েছে। 

মহারাষ্ট্রে শিবসেনার মিত্র শারদ পাওয়ারের দল ন্যাশনালিস্ট পার্টি–এনসিপি এবং কংগ্রেস জানিয়েছে তাঁরা উদ্ধব ঠাকরেকেই সমর্থন করবেন। তবে বিশ্লেষকদের ধারণা শিবসেনা যদি বিদ্রোহীদের বরখাস্ত করতে ব্যর্থ হয় তবে জোটের মিত্রদের সমর্থনের পরও সরকার টেকানো কঠিন হয়ে যাবে। 

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে