হোম > বিশ্ব > ভারত

পাইলটের ভুলে ও খারাপ আবহাওয়ার কারণে বিধ্বস্ত হয় বিপিন রাওয়াতের হেলিকপ্টার 

পাইলটের ভুল ও খারাপ আবহাওয়ার কারণে বিধ্বস্ত হয় ভারতের সাবেক প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াতকে বহনকারী চপার হেলিকপ্টারটি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ভারতীয় প্রতিরক্ষাবাহিনীর গঠিত তদন্ত কমিটি গতকাল শুক্রবার তাদের প্রতিবেদন জমা দিয়েছে। ওই প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, মূলত হঠাৎ করে খারাপ হয়ে যাওয়া আবহাওয়া ও পাইলটের কিছু ভুল সিদ্ধান্তের কারণেই দুর্ঘটনার মুখে পড়েছিল হেলিকপ্টারটি। আকাশে প্রচুর মেঘ ছিল এবং হেলিকপ্টারটি মেঘের মধ্যে প্রবেশ করার পর পাইলট বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। এ কারণেই হেলিকপ্টারটি ভেঙে পড়ে।

ফ্লাইট ডেটা রেকর্ডার ও ককপিট ভয়েস রেকর্ডারের পাওয়া তথ্যের ভিত্তিতে এবং প্রতক্ষ্যদর্শীদের বয়ানের ভিত্তিতে প্রাথমিক তদন্তের পর এই সিদ্ধান্তে এসে পৌঁছেছেন তদন্তকারীরা।

গত ৮ ডিসেম্বর বেলা ১১টা ৪৫ মিনিটে তামিলনাড়ুর কোইম্বাটোর জেলার সুলুর শহরে ভারতের বিমানবাহিনীর ঘাঁটি থেকে রাজ্যের নীলগিরি পার্বত্য এলাকার ওয়েলিংটন শহরের দিকে যাচ্ছিল চপার হেলিকপ্টারটি। সেই সময় হেলিকপ্টারটিতে বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতসহ ১১ জন সেনা কর্মকর্তা ছিলেন। হেলিকপ্টারে থাকা সব আরোহী ওই দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত