হোম > বিশ্ব > ভারত

নির্বাচনে ভরাডুবির পর ৫ রাজ্যের সভাপতিদের পদত্যাগের নির্দেশ সোনিয়ার

ভারতের ‌উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর সেই সব রাজ্যে কংগ্রেস কমিটি নতুন করে ঢেলে সাজানোর বার্তা দিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। সেই সব রাজ্যের কংগ্রেস সভাপতিদের পদত্যাগের নির্দেশ দিয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়,  সম্প্রতি পাঁচ রাজ্যের বিধানসভার ভোটের ফল প্রকাশের পর পর্যালোচনা বৈঠকে বসে কংগ্রেস ওয়ার্কিং কমিটি। সেই বৈঠকে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী দলের শীর্ষ পদ থেকে সরে গিয়ে গান্ধী পরিবারের বাইরে কাউকে সভাপতি করার প্রস্তাব দেন। কিন্তু কংগ্রেস ওয়ার্কিং কমিটির অন্যান্য সদস্যরা রাজি হননি। সোনিয়া গান্ধীকে সভানেত্রীর দায়িত্ব চালিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। সেই বৈঠকেই প্রদেশ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী পাঁচ রাজ্যের সভাপতিদের নির্দেশ দেন, যেন প্রদেশ কংগ্রেস কমিটি নতুন করে গড়ে তোলা হয়। এই বিষয়ে সভানেত্রীকে বিস্তারিত রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন তিনি।

উল্লেখ্য, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া, মণিপুরে কংগ্রেসের খারাপ ফল তো হয়েছেই, সেই সঙ্গে পাঞ্জাবের মতো রাজ্যও কংগ্রেসের হাতছাড়া হয়েছে। কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করে সেখানে ক্ষমতায় এসেছে আম আদমি পার্টি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পাঞ্জাবে কংগ্রেসের মধ্যে তীব্র অন্তর্দ্বন্দ্বই নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির কারণ। হারের কারণ যাই হোক না কেন, এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া কংগ্রেস শিবির। এর আগে পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের ভোটে কংগ্রেসের শোচনীয় ফল হয়েছিল। বছর ঘুরতে না ঘুরতেই সেই একই ফল উঠে এল কংগ্রেসের পক্ষে, যা দলের শীর্ষ নেতৃত্বের কাছে উদ্বেগের।

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস