হোম > বিশ্ব > ভারত

গুজরাটে ভোটের দিনও কংগ্রেসকে তীব্র আক্রমণ মোদির

কলকাতা প্রতিনিধি

ভারতের গুজরাট বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোটগ্রহণ শেষ হয়েছে আজ বৃহস্পতিবার। ১৮২ সদস্যের বিধানসভার ৮৯টি আসনে ভোটগ্রহণ হয়েছে আজ। নির্বাচনের দিনও মোদির কথার বাণ থেকে রেহাই পায়নি ভারতের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল কংগ্রেস। তাঁর অভিযোগ, কংগ্রেস নেতাদের মধ্যে দেশের প্রধানমন্ত্রীকে অসম্মান করার প্রতিযোগিতা চলছে।

গুজরাট বিধানসভা নির্বাচনে ৭৮৮ জন প্রার্থী থাকলেও মূল লড়াই বিজেপি, কংগ্রেস ও আম আদমি পার্টির মধ্যে। লড়াইয়ের ইঙ্গিত থাকলেও বিজেপি টানা সপ্তমবারের মতো গুজরাটে সরকার গড়ার বিষয়ে আত্মবিশ্বাসী। টানা ২৭ বছর ধরে বিজেপি শাসিত গুজরাটের ঘরের ছেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাই এই রাজ্যের ভোট বিজেপির কাছে মর্যাদার লড়াই। গুজরাটে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হবে আগামী ৫ ডিসেম্বর। পরে ৮ ডিসেম্বর বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার রাজ্য হিমাচল ও গুজরাটের নির্বাচনের ফল প্রকাশ করা হবে। 

গুজরাট বিধানসভার দ্বিতীয় দফার ভোটের প্রচার করতে গিয়ে আজ কংগ্রেসের কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী মোদি। তাঁর অভিযোগ, ‘কংগ্রেস নেতাদের মধ্যে দেশের প্রধানমন্ত্রীকে অসম্মান করার প্রতিযোগিতা চলছে।’ 

সম্প্রতি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে গুজরাটে ভোট প্রচারে গিয়ে রামায়ণে বর্ণিত রাবণের দশ মাথার সঙ্গে মোদীর ১০০ মাথা রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন। তারই জবাবে আজ মোদি পাল্টা মন্তব্য করেন, ‘ভগবান রামের ভক্তদের রাজ্যে এসে মল্লিকার্জুন তাঁদের ভাবাবেগে আঘাত করেছেন।’ একই সঙ্গে কংগ্রেস নেতাদের ভাষার ব্যবহার নিয়েও কটাক্ষ করেন তিনি। ভারতের প্রধানমন্ত্রীর দাবি, উন্নয়নের নিরিখেই ভোট দেবে গুজরাটের মানুষ। 

তবে কংগ্রেসের অভিযোগ, বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে মানুষ এবার সংঘবদ্ধ জবাব দেবে। আম আদমি পার্টির দাবি, গুজরাটে তারাই সরকার গড়বে। কংগ্রেস অবশ্য আম আদমি পার্টিকে বিজেপির বি-টিম বলে কটাক্ষ করছে। তবে বিরোধী ভোট দুভাগ হওয়ার সম্ভাবনা বেড়ে যাওয়ায় আবারও সরকার গঠনে আত্মবিশ্বাসী বিজেপি। 

পেহেলগাম হামলায় এনআইএর চার্জশিট, ৫ ব্যক্তির সঙ্গে এলটিই-টিআরএফও অভিযুক্ত

হিমালয়ে হারিয়ে যাওয়া পারমাণবিক যন্ত্র ৬০ বছর পরও গঙ্গার জন্য ঝুঁকি

আরও ৩০০ কোটি রুপির ইসরায়েলি ‘হেরন মার্ক টু’ ড্রোন কিনছে ভারত

দিল্লিতে ঘন ধোঁয়াশায় ৪০ ফ্লাইট বাতিল, বিলম্বিত ৩০০

ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাস— ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক