হোম > বিশ্ব > ভারত

পাকিস্তানে হামলার পর নাগরিকদের নিয়ে প্রতিরক্ষা মহড়া করল ভারত

আজকের পত্রিকা ডেস্ক­

পাকিস্তানে প্রতিশোধমূলক হামলা চালানোর পর জাতীয় পর্যায়ে বৃহৎ নাগরিক প্রতিরক্ষা মহড়া ‘অপারেশন অভ্যাস’ করেছে ভারত। ছবি: সংগৃহীত

পাকিস্তানে প্রতিশোধমূলক হামলা চালানোর পর জাতীয় পর্যায়ে বৃহৎ নাগরিক প্রতিরক্ষা মহড়া ‘অপারেশন অভ্যাস’ শুরু করেছে ভারত। বুধবার (৭ মে) ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একযোগে অনুষ্ঠিত হয় এই মহড়া। মহড়াগুলোতে বিমান হামলা ও অগ্নিকাণ্ডের সময় নাগরিকদের উদ্ধার অভিযান শেখানো হয়।

পাকিস্তানে প্রতিশোধমূলক হামলা চালানোর পর জাতীয় পর্যায়ে বৃহৎ নাগরিক প্রতিরক্ষা মহড়া ‘অপারেশন অভ্যাস’ করেছে ভারত। ছবি: সংগৃহীত

ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে।

পিটিআই জানায়, ভারতীয় সেনাবাহিনীর ‘অপারেশন সিন্দুর’ চালুর কয়েক ঘণ্টা পর এই মহড়াগুলো শুরু হয়। পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে চালানো এই অভিযানের মাধ্যমে ভারত এপ্রিল পহেলগামে জঙ্গি হামলার জবাব দেয়। ওই হামলায় ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নামের সন্ত্রাসী সংগঠনের হাতে ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন।

পাকিস্তানে প্রতিশোধমূলক হামলা চালানোর পর জাতীয় পর্যায়ে বৃহৎ নাগরিক প্রতিরক্ষা মহড়া ‘অপারেশন অভ্যাস’ করেছে ভারত। ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে মহড়ার অংশ হিসেবে বিভিন্ন স্থানে মোতায়েন করা হয় পিসিআর ভ্যান, দমকলের ইঞ্জিন এবং বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী ও সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক।

পাকিস্তানে প্রতিশোধমূলক হামলা চালানোর পর জাতীয় পর্যায়ে বৃহৎ নাগরিক প্রতিরক্ষা মহড়া ‘অপারেশন অভ্যাস’ করেছে ভারত। ছবি: সংগৃহীত

সাইরেনের বিকট শব্দ, নিরাপদ আশ্রয়ের দিকে ছুটে চলা সাধারণ মানুষ, আহতদের স্ট্রেচারে করে সরিয়ে নেওয়া—এসব ছিল দিল্লির ৫৫টি স্থানে মহড়ার দৃশ্যপট।

পাকিস্তানে প্রতিশোধমূলক হামলা চালানোর পর জাতীয় পর্যায়ে বৃহৎ নাগরিক প্রতিরক্ষা মহড়া ‘অপারেশন অভ্যাস’ করেছে ভারত। ছবি: সংগৃহীত

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এই মহড়াগুলো অনুষ্ঠিত হয়। পহেলগামে সন্ত্রাসী হামলার পর উদ্ভূত “নতুন ও জটিল হুমকির” প্রেক্ষাপটে এই ধরনের প্রস্তুতি গ্রহণে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দেওয়া হয়।

পাকিস্তানে প্রতিশোধমূলক হামলা চালানোর পর জাতীয় পর্যায়ে বৃহৎ নাগরিক প্রতিরক্ষা মহড়া ‘অপারেশন অভ্যাস’ করেছে ভারত। ছবি: সংগৃহীত

মহড়ায় বেসামরিক নাগরিকদের প্রশিক্ষণ, হঠাৎ ব্ল্যাকআউট ব্যবস্থা, গুরুত্বপূর্ণ স্থাপনার ছদ্মবেশ, সিভিল ডিফেন্স বাহিনীর সাড়া দেওয়ার সক্ষমতা, নিরাপদ স্থানগুলোতে সরিয়ে নেওয়ার পরিকল্পনা ও তার বাস্তবায়নের প্রস্তুতি মূল্যায়ন করা হয়।

পাকিস্তানে প্রতিশোধমূলক হামলা চালানোর পর জাতীয় পর্যায়ে বৃহৎ নাগরিক প্রতিরক্ষা মহড়া ‘অপারেশন অভ্যাস’ করেছে ভারত। ছবি: সংগৃহীত

সারা দেশে প্রায় ৩০০টি ‘সিভিল ডিফেন্স জেলা’—যেখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সামরিক ঘাঁটি, তেল শোধনাগার এবং জলবিদ্যুৎ প্রকল্পের মতো সংবেদনশীল অবকাঠামো রয়েছে—সেসব এলাকায়ও সাইরেন বাজিয়ে আক্রমণের মহড়া, বেসামরিক জনগণের প্রশিক্ষণ, বাংকার ও খালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে