হোম > বিশ্ব > ভারত

ভারতে এশিয়ার বৃহত্তম চিনিকল প্লাবিত, ৬০ কোটি রুপির চিনি নষ্ট

আজকের পত্রিকা ডেস্ক­

এক রাতের বৃষ্টিতেই ভেসে গেছে সরস্বতী সুগারমিল। ছবি: সংগৃহীত

ভারতের হরিয়ানা রাজ্যের যমুনানগরের সরস্বতী সুগার মিলে বন্যার পানি প্রবেশ করেছে। গতকাল সোমবার রাতের প্রবল বৃষ্টিতে সৃষ্ট প্লাবনে ভেসে গেছে চিনিকলটি। এশিয়ার বৃহত্তম এই চিনি উৎপাদন কেন্দ্রের গুদামে পানি ঢুকে ৫০ থেকে ৬০ কোটি রুপির চিনি নষ্ট হয়ে গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, মোট চিনির প্রায় ৪০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, যমুনানগরের এই গুদামে ২ লাখ ২০ হাজার কুইন্টাল (১ কুইন্টাল = ১০০ কেজি) চিনি মজুত ছিল, যার আনুমানিক মূল্য ৯৭ কোটি রুপি। গুদামের কর্মকর্তারা জানান, বৃষ্টির পানির পাশাপাশি কাছাকাছি একটি নর্দমার উপচে পড়া পানি গুদামের ভেতরে প্রবেশ করে এই বন্যার সৃষ্টি হয়েছে।

সরস্বতী সুগার মিলের মহাব্যবস্থাপক রাজীব মিশ্র জানিয়েছেন, পৌর করপোরেশনের একটি ড্রেন গুদামের ঠিক পেছন দিয়ে গেছে। তবে, অবৈধ দখলের কারণে ড্রেনটি বন্ধ হয়ে গিয়েছিল, যার ফলে বন্যার পানি সরাসরি চিনিকলে প্রবেশ করে।

রাজীব মিশ্র বলেন, ‘গত রাতে ভারী বৃষ্টিপাত হয়। আমাদের নিরাপত্তা কর্মীরা মধ্যরাতের দিকে পানি প্রবেশের বিষয়ে আমাদের সতর্ক করেন। অবৈধ দখলের কারণে ড্রেনের পানির স্তর বেড়ে যায়। চিনি অত্যন্ত হাইগ্রোস্কোপিক (পানি শোষণকারী) হওয়ায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা প্রায় ৫০ থেকে ৬০ কোটি রুপির চিনি হারিয়েছি। তবে, পুরো গুদাম স্ক্যান করার পর আমরা সঠিক ক্ষতির পরিমাণ অনুমান করতে পারব।’

মিশ্রের মতে, এই প্রথমবার মিলটি বন্যার কবলে পড়ল। তিনি বলেন, ‘আমরা এর আগে এমন পরিস্থিতির মুখোমুখি হইনি।’

কর্মকর্তারা বর্তমানে ক্রেন ব্যবহার করে মিল থেকে পানি অপসারণের কাজ করছেন।

সরস্বতী সুগার মিলের ব্যাপক আর্থিক ক্ষতি হলেও রাজীব মিশ্রের মতে, এটি স্থানীয় বাজারে বড় ধরনের প্রভাব ফেলবে না।

তবে, বিশেষজ্ঞরা মনে করছেন, যদি উচ্চপদস্থ কর্মকর্তাদের এই ধরনের অবহেলা চলতে থাকে, তবে এটি কেবল আর্থিকভাবে নয়, খাদ্যঘাটতির স্তরেও একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

সন্তানের অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াইয়ে পরাজয়, দুই শিশুকে বিষ খাইয়ে বাবা-দাদির আত্মহত্যা

ভারতে নারী সরকারি কর্মকর্তাকে ‘রিল তারকা’ বলায় ৪ কলেজশিক্ষার্থী আটক

দিল্লির পর কলকাতায় ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপহাইকমিশনে প্রবেশের চেষ্টা

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা হিন্দুত্ববাদীদের, উত্তেজনা

যুক্তরাষ্ট্র-চীনও মোদিকে ভয় পায়, বাংলাদেশ নিয়ে চুপ থাকবেন না তিনি: বিজেপি নেতার হুঁশিয়ারি

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি