হোম > বিশ্ব > ভারত

আমাজনের বিরুদ্ধে অনলাইনে মাদক বিক্রির অভিযোগ তুলেছে ভারতীয় পুলিশ 

অনলাইনে গাঁজা বিক্রি এবং পাচার করার অভিযোগ উঠেছে জনপ্রিয় ই-কমার্স সাইট আমাজনের বিরুদ্ধে। এ জন্য আমাজনের ভারতীয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের অভিযুক্ত করেছে ভারতীয় পুলিশ। গত শনিবার মধ্যপ্রদেশের ভিন্দ শহরে গাঁজা ডেলিভারির জন্য অ্যামাজন ভারতীয় নির্বাহী পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। 

সোমবার গালফ নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। 

গত সপ্তাহে মধ্যপ্রদেশ রাজ্যে ২১ কিলোগ্রাম মাদকসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা বরে পুলিশ। পুলিশ বলছে, জনপ্রিয় এ সাইটি তাদের পণ্য দেশের অন্যত্র ডেলিভারির জন্য আমাজনের ইন্ডিয়া প্ল্যাটফর্মটি ব্যবহার করছে।

পুলিশের বরাত দিয়ে গতকাল রোববার এএফপি এক প্রতিবেদনে বলা হয়, তারা ‘স্টিভিয়া’ পাতার নামে গাঁজার চোরাচালান চালায়। গ্রেপ্তারকৃত দুজনের কাছে থেকে তারা এমন তথ্য পায়। 

প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ তদন্তে সংগৃহীত প্রমাণ এবং সংস্থাটি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমাজনের ইন্ডিয়া ইউনিটের নির্বাহীদের অভিযুক্ত করা হয়েছে। তবে কতজন কর্মচারী অভিযোগের মুখোমুখি হচ্ছেন তা জানায়নি পুলিশ কিংবা অ্যামাজন।

আমাজনের জানায়, তারা মামলাটি তদন্ত করছে। এ ছাড়া এ নিয়ে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে তারা। 

সংস্থাটির এক মুখপাত্র বলেন, ‘ভারতে বিক্রির জন্য আইন বিরোধী এমন কোনো পণ্য তালিকা ও বিক্রি করা আমরা অনুমতি দিই না।’ 

উল্লেখ্য, আমাজন ভারতে ২০১৩ সালে আত্মপ্রকাশের পর থেকে দেশে ৬ দশমিক ৫ বিলিয়ন মূল্যের স্থানীয় বিনিয়োগ করেছে। আমাজনের বাণিজ্যের একটি মূল বাজার ভারত। 

বিজেপির জাতীয় সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

নারীদের সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, কর্ণাটকে পুলিশের শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার