হোম > বিশ্ব > ভারত

ভারতের হরিয়ানায় আইএনএলডি দলের সভাপতিসহ ৩ জনকে গুলি করে হত্যা

ভারতের হরিয়ানা রাজ্যের ইন্ডিয়ান ন্যাশনাল লোক দলের (আইএনএলডি) সভাপতি সাবেক বিধায়ক নাফি সিং রাঠিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার সন্ধ্যায় ঝাজর জেলায় নিজের বিলাসবহুল গাড়িতে হামলার শিকার হন তিনি। তাঁর সঙ্গে গাড়িতে থাকা আরও দুজনও নিহত হয়েছেন। গুরুতর আহত দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, হামলার সময় রাঠি ও তাঁর সহযোগীরা গাড়িতেই ছিলেন। দুর্বৃত্তরা গাড়িতে করে এসে তাঁদের ওপর গুলি চালায়। হামলার পরই পালিয়ে যায় হামলাকারীরা। 

আহতদের তৎক্ষণাৎ নিকটবর্তী ব্রহ্ম শক্তি সঞ্জীবনী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসকেরা রাঠিকে মৃত ঘোষণা করেন।

আইএনএলডির  গণমাধ্যম বিষয়ক প্রধান রাকেশ সিহাগ দুর্বৃত্তদের গুলিতে নাফি সিং রাঠির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

নাফি সিং রাঠি বাহাদুরগড় থেকে আইএনএলডির বিধায়ক ছিলেন, নিজ নির্বাচনী এলাকাতেই প্রাণ হারালেন তিনি। ভয়াবহ এই হামলার পর সতর্ক অবস্থান নিয়েছে রাজ্য পুলিশ। দ্রুতই পুলিশের বেশ কয়েকটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং আলামত সংগ্রহ করে। 

কর্তৃপক্ষ আশপাশের বিভিন্ন স্থান থেকে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীর আগমনের পথ এবং পালানোর পথ চিহ্নিত করার চেষ্টা করছে। 

গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং তাঁর ঘনিষ্ঠ সহযোগী কালা জাঠেদি এই হামলার পেছনে রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই এই হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

নাফি সিং রাঠির একজন বিশিষ্ট রাজনীতিক ব্যক্তিত্ব। তিনি হরিয়ানা বিধানসভায় দুইবার বিধায়ক ছিলেন। হরিয়ানা সাবেক বিধায়ক সমিতির রাজ্য সভাপতিও ছিলেন তিনি। রাঠি একবার লোকসভা নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। মৃত্যুর আগে পর্যন্ত রাজনীতিতে বেশ সক্রিয় ছিলেন।

এ ছাড়া রাঠি বাহাদুরগড় মিউনিসিপ্যাল কাউন্সিলে দুই মেয়াদে চেয়ারম্যানের দায়িত্বপালন করেছেন। 

গত বছর হরিয়ানার সাবেক মন্ত্রী মাঙ্গে রাম রাঠির ছেলে জগদীশ রাঠি আত্মহত্যা করেন। এ ঘটনায় নাফি সিং রাঠির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা করা হয়। রাঠি ও তাঁর ভাগনে সোনুর বিরুদ্ধে হেনস্তারও অভিযোগ ওঠে। ২০২৩ সালের ২৪ জানুয়ারি হাইকোর্ট থেকে আগাম জামিন পান রাঠি।

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার