হোম > বিশ্ব > ভারত

ভারতের হরিয়ানায় আইএনএলডি দলের সভাপতিসহ ৩ জনকে গুলি করে হত্যা

ভারতের হরিয়ানা রাজ্যের ইন্ডিয়ান ন্যাশনাল লোক দলের (আইএনএলডি) সভাপতি সাবেক বিধায়ক নাফি সিং রাঠিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার সন্ধ্যায় ঝাজর জেলায় নিজের বিলাসবহুল গাড়িতে হামলার শিকার হন তিনি। তাঁর সঙ্গে গাড়িতে থাকা আরও দুজনও নিহত হয়েছেন। গুরুতর আহত দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, হামলার সময় রাঠি ও তাঁর সহযোগীরা গাড়িতেই ছিলেন। দুর্বৃত্তরা গাড়িতে করে এসে তাঁদের ওপর গুলি চালায়। হামলার পরই পালিয়ে যায় হামলাকারীরা। 

আহতদের তৎক্ষণাৎ নিকটবর্তী ব্রহ্ম শক্তি সঞ্জীবনী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসকেরা রাঠিকে মৃত ঘোষণা করেন।

আইএনএলডির  গণমাধ্যম বিষয়ক প্রধান রাকেশ সিহাগ দুর্বৃত্তদের গুলিতে নাফি সিং রাঠির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

নাফি সিং রাঠি বাহাদুরগড় থেকে আইএনএলডির বিধায়ক ছিলেন, নিজ নির্বাচনী এলাকাতেই প্রাণ হারালেন তিনি। ভয়াবহ এই হামলার পর সতর্ক অবস্থান নিয়েছে রাজ্য পুলিশ। দ্রুতই পুলিশের বেশ কয়েকটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং আলামত সংগ্রহ করে। 

কর্তৃপক্ষ আশপাশের বিভিন্ন স্থান থেকে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীর আগমনের পথ এবং পালানোর পথ চিহ্নিত করার চেষ্টা করছে। 

গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং তাঁর ঘনিষ্ঠ সহযোগী কালা জাঠেদি এই হামলার পেছনে রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই এই হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

নাফি সিং রাঠির একজন বিশিষ্ট রাজনীতিক ব্যক্তিত্ব। তিনি হরিয়ানা বিধানসভায় দুইবার বিধায়ক ছিলেন। হরিয়ানা সাবেক বিধায়ক সমিতির রাজ্য সভাপতিও ছিলেন তিনি। রাঠি একবার লোকসভা নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। মৃত্যুর আগে পর্যন্ত রাজনীতিতে বেশ সক্রিয় ছিলেন।

এ ছাড়া রাঠি বাহাদুরগড় মিউনিসিপ্যাল কাউন্সিলে দুই মেয়াদে চেয়ারম্যানের দায়িত্বপালন করেছেন। 

গত বছর হরিয়ানার সাবেক মন্ত্রী মাঙ্গে রাম রাঠির ছেলে জগদীশ রাঠি আত্মহত্যা করেন। এ ঘটনায় নাফি সিং রাঠির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা করা হয়। রাঠি ও তাঁর ভাগনে সোনুর বিরুদ্ধে হেনস্তারও অভিযোগ ওঠে। ২০২৩ সালের ২৪ জানুয়ারি হাইকোর্ট থেকে আগাম জামিন পান রাঠি।

পেহেলগাম হামলায় এনআইএর চার্জশিট, ৫ ব্যক্তির সঙ্গে এলটিই-টিআরএফও অভিযুক্ত

হিমালয়ে হারিয়ে যাওয়া পারমাণবিক যন্ত্র ৬০ বছর পরও গঙ্গার জন্য ঝুঁকি

আরও ৩০০ কোটি রুপির ইসরায়েলি ‘হেরন মার্ক টু’ ড্রোন কিনছে ভারত

দিল্লিতে ঘন ধোঁয়াশায় ৪০ ফ্লাইট বাতিল, বিলম্বিত ৩০০

ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাস— ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক