হোম > বিশ্ব > ভারত

মোদি আসবেন, তাই রাতভর চলল হাসপাতাল ঘষামাজা

ভারতের গুজরাটের মরবিতে সেতু ভেঙে পড়ে ১৪১ জন নিহতের ঘটনায় বিজেপি সরকারকে দুষছে বিরোধীরা। আহতদের দেখতে আজ মঙ্গলবার মরবির সিভিল হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির আগমনের খবরে রাতজুড়ে হাসপাতাল ঘষামাজার কাজ চলেছে। এ নিয়ে বিরোধীরা নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করেছেন। 

বিরোধীরা বলছে, বিজেপি যদি সত্যি সত্যি উন্নয়ন কার্যক্রম চালাত তাহলে রাতজুড়ে হাসপাতাল ঘষামাজার কাজ করতে হতো না। তারা বলছেন, মূলত ‘ফটোশুট’ করতেই হাসপাতালে যাচ্ছেন মোদি। 

আজ মঙ্গলবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রীর আগমনের খবরে সোমবার দিবাগত রাতে হাসপাতাল ঘষামাজার কাজ চলেছে। বেশ কয়েকজন মিলে হাসপাতাল চত্বরে ঝাড়ু-মোছার কাজ করেছেন। হাসপাতালের দেয়াল ও সিলিং নতুন রঙে ঝকঝকে করা হয়েছে। সেতু দুর্ঘটনায় আহতরা যে ওয়ার্ডে ভর্তি আছেন সেখানে তড়িঘড়ি করে নতুন চাদর বিছানো হয়েছে। 

কংগ্রেস ও আম আদমি পার্টির নেতারা বলছেন, বিজেপি ‘ইভেন্ট ম্যানেজমেন্টে’ ব্যস্ত। তারা মোদির ‘ফটোশুট’ বাস্তবায়নের কাজ করছে। 

টুইটারে কংগ্রেস লিখেছে, প্রধানমন্ত্রী মোদির আগমন উপলক্ষে হাসপাতালসজ্জার কাজ চলছে। মোদির ছবি যেন ভালো আসে সেই লক্ষ্যেই সকল আয়োজন। এতগুলো মানুষ মারা গেল এতে তাদের কোনো লজ্জা নেই। তারা ‘ইভেন্ট ম্যানেজমেন্টে’ ব্যস্ত। 

আম আদমি পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, গত ২৭ বছরে গুজরাটে যদি বিজেপি কাজ করত তাহলে মধ্যরাতে হাসপাতাল ঘষামাজার কাজ করতে হতো না। 

উল্লেখ্য, গত রোববার স্থানীয় সময় সন্ধ্যায় মরবি জেলার মাচ্চু নদীতে ব্রিটিশ আমলে নির্মিত ওই সেতুটি ভেঙে পড়ে। 

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত