ভারতের গুজরাটের মরবিতে সেতু ভেঙে পড়ে ১৪১ জন নিহতের ঘটনায় বিজেপি সরকারকে দুষছে বিরোধীরা। আহতদের দেখতে আজ মঙ্গলবার মরবির সিভিল হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির আগমনের খবরে রাতজুড়ে হাসপাতাল ঘষামাজার কাজ চলেছে। এ নিয়ে বিরোধীরা নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করেছেন।
বিরোধীরা বলছে, বিজেপি যদি সত্যি সত্যি উন্নয়ন কার্যক্রম চালাত তাহলে রাতজুড়ে হাসপাতাল ঘষামাজার কাজ করতে হতো না। তারা বলছেন, মূলত ‘ফটোশুট’ করতেই হাসপাতালে যাচ্ছেন মোদি।
আজ মঙ্গলবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রীর আগমনের খবরে সোমবার দিবাগত রাতে হাসপাতাল ঘষামাজার কাজ চলেছে। বেশ কয়েকজন মিলে হাসপাতাল চত্বরে ঝাড়ু-মোছার কাজ করেছেন। হাসপাতালের দেয়াল ও সিলিং নতুন রঙে ঝকঝকে করা হয়েছে। সেতু দুর্ঘটনায় আহতরা যে ওয়ার্ডে ভর্তি আছেন সেখানে তড়িঘড়ি করে নতুন চাদর বিছানো হয়েছে।
কংগ্রেস ও আম আদমি পার্টির নেতারা বলছেন, বিজেপি ‘ইভেন্ট ম্যানেজমেন্টে’ ব্যস্ত। তারা মোদির ‘ফটোশুট’ বাস্তবায়নের কাজ করছে।
আম আদমি পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, গত ২৭ বছরে গুজরাটে যদি বিজেপি কাজ করত তাহলে মধ্যরাতে হাসপাতাল ঘষামাজার কাজ করতে হতো না।
উল্লেখ্য, গত রোববার স্থানীয় সময় সন্ধ্যায় মরবি জেলার মাচ্চু নদীতে ব্রিটিশ আমলে নির্মিত ওই সেতুটি ভেঙে পড়ে।