বিরামহীন ভারী বর্ষণে ভূমিধসের ঘটনায় ভারতের মুম্বাইয়ে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। মুম্বাই কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। শহরতলির অন্তত তিনটি এলাকায় ভূমিধসের ঘটনায় বেশ কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
স্থানীয় টেলিভিশনের খবরে দেখা যায়, ভূমিধসে চাপা পড়া মানুষ উদ্ধারে তৎপরতা চলছে। ধ্বংসাবশেষের নিচে আরও অনেকেই চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিহত ছাড়াও আহত অসংখ্য মানুষকে উদ্ধার করে স্ট্রেচারে করে নিয়ে যেতে দেখা গেছে।
গতকাল পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় মুম্বাইয়ের বিভিন্ন স্থানে ঘরবাড়ি ও দেওয়াল ধসে পড়ার অন্তত ১১টি ঘটনা নথিভুক্ত করেছে কর্তৃপক্ষ। প্রাণহানির ঘটনায় টুইট করে সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনার শিকার মানুষকে সাহায্য প্রদানের ঘোষণা দিয়েছেন তিনি।
দেশটির আবহাওয়ার পূর্বাভাস বলছে, আরও চার দিন মুম্বাইয়ে ভারী বর্ষণ অব্যাহত থাকবে।