হোম > বিশ্ব > ভারত

বেঙ্গালুরুতে চিকিৎসকের দেহে ওমিক্রন, সংস্পর্শে আসা ৫ রোগীও করোনা পজিটিভ 

ভারতের বেঙ্গালুরুতে একজন চিকিৎসকের দেহে করোনার ওমিক্রন ধরন শনাক্ত করা হয়েছে। তাঁর সংস্পর্শে আসা পাঁচ রোগীও করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভারতের কর্নাটক রাজ্যের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে। এর আগে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারতে ওমিক্রন ধরনে শনাক্ত রোগী পাওয়ার কথা নিশ্চিত করা হয়। 

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, কর্নাটকে দুই ব্যক্তির জিনোম সিকোয়েন্সে ধরা পড়েছে ওমিক্রন ৷ এদের মধ্যে একজন ৪৬ বয়সী চিকিৎসক। ওই চিকিৎসক বিদেশ ফেরত নয়। গত ২১ নভেম্বর ওই চিকিৎসকে জ্বর এবং শরীর ব্যস্থা শুরু হয়। পরের দিন তিনি হাসপাতালে ভর্তি হন। ওই দিনই তাঁর নমুনার জিনোম সিকোয়েন্স করা হয়,। তিনদিন পর হাসপাতাল থেকে ছাড়া পান তিনি।  

ভারতে শনাক্ত হওয়া আরেক করোনা রোগী দক্ষিণ আফ্রিকার নাগরিক। তিনি করোনার নেগেটিভ রিপোর্ট নিয়েই ভারতে এসেছিলেন।  ৬৬ বছর বয়সী দক্ষিণ আফ্রিকার ওই নাগরিক গত ২০ নভেম্বর বেঙ্গালুরু পৌঁছন৷ একটি হোটেলে চেক ইন করেন৷ আর সেই দিনই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে৷ তখন স্বাস্থ্য কর্মকর্তারা তাঁকে হোটেলে আইসোলেশনে থাকার পরামর্শ দেন। দক্ষিণ আফ্রিকার ওই নাগরিক গত ২৭ নভেম্বর দুবাইয়ে চলে গেছেন। 

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক

মোদির সঙ্গে রাহুলের ৮৮ মিনিটের বৈঠক, কী আলোচনা হলো

সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র, ভারতীয়দের এইচ-১বি ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত

‘বঙ্কিমদার’ বন্দে মাতরমকে জাতীয় সংগীত না করায় নেহেরুকে মোদির তোপ

দেবরের পর এবার গাঁজাসহ গ্রেপ্তার মধ্যপ্রদেশের মন্ত্রীর ভাই

পাকিস্তান আর গণতন্ত্র একসঙ্গে যায় না—ইমরান খানকে নিয়ে প্রশ্নের জবাবে ভারতীয় মুখপাত্র

বঙ্কিমের ‘বন্দে মাতরম’ নিয়ে লোকসভায় কংগ্রেসকে মোদির তীব্র আক্রমণ

কাজের চাপে মাঠকর্মীদের মৃত্যুতে ভ্রুক্ষেপ নেই ভারতীয় নির্বাচন কমিশনের