হোম > বিশ্ব > ভারত

বেঙ্গালুরুতে চিকিৎসকের দেহে ওমিক্রন, সংস্পর্শে আসা ৫ রোগীও করোনা পজিটিভ 

ভারতের বেঙ্গালুরুতে একজন চিকিৎসকের দেহে করোনার ওমিক্রন ধরন শনাক্ত করা হয়েছে। তাঁর সংস্পর্শে আসা পাঁচ রোগীও করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভারতের কর্নাটক রাজ্যের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে। এর আগে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারতে ওমিক্রন ধরনে শনাক্ত রোগী পাওয়ার কথা নিশ্চিত করা হয়। 

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, কর্নাটকে দুই ব্যক্তির জিনোম সিকোয়েন্সে ধরা পড়েছে ওমিক্রন ৷ এদের মধ্যে একজন ৪৬ বয়সী চিকিৎসক। ওই চিকিৎসক বিদেশ ফেরত নয়। গত ২১ নভেম্বর ওই চিকিৎসকে জ্বর এবং শরীর ব্যস্থা শুরু হয়। পরের দিন তিনি হাসপাতালে ভর্তি হন। ওই দিনই তাঁর নমুনার জিনোম সিকোয়েন্স করা হয়,। তিনদিন পর হাসপাতাল থেকে ছাড়া পান তিনি।  

ভারতে শনাক্ত হওয়া আরেক করোনা রোগী দক্ষিণ আফ্রিকার নাগরিক। তিনি করোনার নেগেটিভ রিপোর্ট নিয়েই ভারতে এসেছিলেন।  ৬৬ বছর বয়সী দক্ষিণ আফ্রিকার ওই নাগরিক গত ২০ নভেম্বর বেঙ্গালুরু পৌঁছন৷ একটি হোটেলে চেক ইন করেন৷ আর সেই দিনই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে৷ তখন স্বাস্থ্য কর্মকর্তারা তাঁকে হোটেলে আইসোলেশনে থাকার পরামর্শ দেন। দক্ষিণ আফ্রিকার ওই নাগরিক গত ২৭ নভেম্বর দুবাইয়ে চলে গেছেন। 

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু