হোম > বিশ্ব > ভারত

বেঙ্গালুরুতে চিকিৎসকের দেহে ওমিক্রন, সংস্পর্শে আসা ৫ রোগীও করোনা পজিটিভ 

ভারতের বেঙ্গালুরুতে একজন চিকিৎসকের দেহে করোনার ওমিক্রন ধরন শনাক্ত করা হয়েছে। তাঁর সংস্পর্শে আসা পাঁচ রোগীও করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভারতের কর্নাটক রাজ্যের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে। এর আগে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারতে ওমিক্রন ধরনে শনাক্ত রোগী পাওয়ার কথা নিশ্চিত করা হয়। 

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, কর্নাটকে দুই ব্যক্তির জিনোম সিকোয়েন্সে ধরা পড়েছে ওমিক্রন ৷ এদের মধ্যে একজন ৪৬ বয়সী চিকিৎসক। ওই চিকিৎসক বিদেশ ফেরত নয়। গত ২১ নভেম্বর ওই চিকিৎসকে জ্বর এবং শরীর ব্যস্থা শুরু হয়। পরের দিন তিনি হাসপাতালে ভর্তি হন। ওই দিনই তাঁর নমুনার জিনোম সিকোয়েন্স করা হয়,। তিনদিন পর হাসপাতাল থেকে ছাড়া পান তিনি।  

ভারতে শনাক্ত হওয়া আরেক করোনা রোগী দক্ষিণ আফ্রিকার নাগরিক। তিনি করোনার নেগেটিভ রিপোর্ট নিয়েই ভারতে এসেছিলেন।  ৬৬ বছর বয়সী দক্ষিণ আফ্রিকার ওই নাগরিক গত ২০ নভেম্বর বেঙ্গালুরু পৌঁছন৷ একটি হোটেলে চেক ইন করেন৷ আর সেই দিনই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে৷ তখন স্বাস্থ্য কর্মকর্তারা তাঁকে হোটেলে আইসোলেশনে থাকার পরামর্শ দেন। দক্ষিণ আফ্রিকার ওই নাগরিক গত ২৭ নভেম্বর দুবাইয়ে চলে গেছেন। 

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে