হোম > বিশ্ব > ভারত

প্রবল বর্ষণে মণিপুরে ভূমিধস, নিহত ১৪

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ভয়াবহ ভূমিধসে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে অর্ধশতাধিক মানুষ। প্রবল বর্ষণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবার কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মণিপুরের ননী জেলায় টুপুল ইয়ার্ড রেলওয়ে কন্সট্রাকশন সাইটের কাছে একটি সেনা ক্যাম্পে বুধবার গভীর রাতে ভূমিধসের ঘটনা ঘটে। জিরিবাম থেকে ইম্ফল পর্যন্ত একটি রেললাইন নির্মাণকাজের নিরাপত্তার জন্য টুপুল রেলওয়ে স্টেশনের কাছে টেরিটোরিয়াল আর্মির সদস্যদের মোতায়েন করা হয়েছিল। ভূমিধস যখন হয়, তারা তখন তাঁবুর ভেতর ঘুমন্ত অবস্থায় ছিলেন। নিহতদের অন্তত সাতজন টেরিটোরিয়াল আর্মির সদস্য। 

মণিপুরের ননি জেলার ম্যাজিস্ট্রেট হাউলিয়ানলাল গুইতে রয়টার্সকে বলেন, ‘বৃহস্পতিবার সকালে ধ্বংসস্তূপ থেকে ১৯ জনকে জীবিত উদ্ধার করা হয়। নিখোঁজদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ।’ 

ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘রাতের বেলায়ও উদ্ধারকাজ নিরলস চলবে।’ 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এ বছর জুন মাসে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে এবং বাংলাদেশে অস্বাভাবিক মাত্রায় বৃষ্টি হয়েছে। বন্যা ও ভূমিধসে দুই দেশে অন্তত দেড়শ মানুষের প্রাণ গেছে। লাখ লাখ মানুষ বন্যায় ঘর হারিয়ে উদ্বাস্তুতে পরিণত হয়েছে। 

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু