কোভিড-১৯ মহামারির কারণে ভারতী অর্থনীতির অন্তত ৫২ লাখ কোটি রুপি ক্ষতির মুখোমুখি হয়েছে। ভারতের এই ক্ষতি কাটিয়ে উঠতে অন্তত আরও ১২ বছর লাগবে বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) জানিয়েছে, এই অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে ২০৩৫ সাল পর্যন্ত সময় লাগবে দেশটির।
গত শুক্রবার ভারতের কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
মহামারির কারণে ভারতের অর্থনৈতিক উৎপাদন ২০২০-২১ অর্থ বছরে বছরে ক্ষতি হয়েছে ১৯ দশমিক ১ লাখ কোটি রুপি, ২০২১-২২ অর্থ বছরে ক্ষতি হয়েছিল ১৭ দশমিক ১ লাখ কোটি রুপি এবং এবং ২০২২-২৩ অর্থ বছরে ১৬ দশমিক ৪ লাখ কোটি রুপি।
ভারতের কেন্দ্রীয় ব্যাংকের ওই মূল্যায়ন প্রতিবেদনে হয়েছে, কোভিড-১৯ এর একাধিক ঢেউয়ের পর সম্প্রতি দেশটি অর্থনীতিকে টেকসই পুনরুদ্ধারের পথে এগিয়েছে এবং মোট দেশজ উৎপাদনের হার বাড়ছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, কোভিড-১৯ মহামারিকালে সরবরাহের সীমাবদ্ধতা এবং পণ্য ডেলিভারি দিতে দীর্ঘ সময় লাগায় পণ্যের মূল্য বেড়ে গিয়েছে ও মুদ্রাস্ফীতিও বেড়েছ।