হোম > বিশ্ব > ভারত

আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি, নিহত বেড়ে ৭৪

কলকাতা প্রতিনিধি

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সর্বশেষ আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যটিতে এখন পর্যন্ত চলতি মৌসুমে বন্যা এবং ভূমিধসে অন্তত ৭৪ জনের মৃত্যু হলো। আসামের ৩৫টি জেলার মধ্যে ৩৩ জেলাই বন্যাকবলিত। এসব জেলার অন্তত ৪২ লাখ মানুষ পানিবন্দী হয়ে রয়েছে।

আসাম সরকারের হিসাব অনুসারে, গত ২৪ ঘণ্টায় ৩ শিশু, ২ পুলিশ সদস্যসহ অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এই ১২ জনের মধ্যে বাঙালি অধ্যুষিত বরাক উপত্যকায় ভূমিধসেই মৃত্যু হয়েছে তিনজনের। এ ছাড়া আজ সোমবার সকালে হোজাইতে এক ব্যক্তি পানিতে ডুবে প্রাণ হারান। এদিকে, শিগগিরই বন্যা এবং বৃষ্টি পরিস্থিতির উন্নতির কোনো সম্ভাবনা নেই। আসাম সরকারের আবহাওয়া দপ্তরের অনুমান, আগামী বুধবার পর্যন্ত চলবে বৃষ্টি। 

এদিকে, পানিবন্দী ব্যক্তিদের উদ্ধারে নামানো হয়েছে সেনাবাহিনীকে। আসামের দুই প্রধান নদী ব্রহ্মপুত্র ও বরাকের পানি বহু জায়গায়ই বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর বন্যার সঙ্গে সঙ্গে যুক্ত হয়েছে প্রবল বর্ষণ। আর এই বর্ষণে বিভিন্ন স্থানে ঘটছে ভূমিধসের ঘটনা। 

আসামের নগাঁও জেলায় বন্যার্তদের উদ্ধারে গিয়ে রোববার রাতে দুর্ঘটনার কবলে পড়েন আসাম পুলিশের সাব ইন্সপেক্টর সমুজ্জ্বল কাকোতি এবং কনস্টেবল রাজীব বড়দলৈ। সোমবার তাঁদের মরদেহ উদ্ধার হয়। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন আসাম রাজ্য পুলিশের স্পেশাল ইনস্ট্রাক্টর জেনারেল জিপি সিং। 

আসামের প্রতিবেশী মেঘালয়েও ধসে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে চলতি মৌসুমে। মণিপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ভূমিধসে বিপর্যস্ত অরুণাচল প্রদেশও। সিকিমেও একাধিক ভূমিধসের ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে উত্তর-পূর্বাঞ্চলের সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থাও বিপর্যস্ত। 

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে

মাওবাদীদের ‘মস্তিষ্ক’খ্যাত গণেশ উইকে এনকাউন্টারে নিহত

পারমাণবিক সাবমেরিন থেকে ৩৫০০ কিমি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের