হোম > বিশ্ব > ভারত

রিলস বানানোর জন্য আইফোন কিনতে ৮ মাসের সন্তান বিক্রি 

ভারতীয় এক দম্পতি তাঁদের আট মাস বয়সী সন্তানকে বিক্রি করে দিয়েছেন আইফোন-১৪ কিনতে। উদ্দেশ্য—ইনস্টাগ্রামে রিলস বানানো। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ২৪ পরগণা পানিহাটি গঙ্গানগর এলাকায়। ঘোষ ও সাথি নামে দম্পতির সাত বছর বয়সী একটি কন্যাসন্তানও রয়েছে। 
 
খবরে বলা হয়েছে, ঘোষ ও সাথীর দীর্ঘদিনের শখ ছিল তাঁরা একটি আইফোন কিনবেন। সেই আকাঙ্ক্ষা থেকেই তাঁরা আইফোনের সর্বশেষ মডেলটি কেনার সিদ্ধান্ত নেন। কিন্তু পর্যাপ্ত টাকা জোগাড় করতে না পারায় তাঁরা তাঁদের আট মাস বয়সী সন্তানকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন। সেই অনুসারে তাঁরা ২ লাখ টাকায় শিশুটিকে বিক্রিও করে দেন। 

পরে বিষয়টি সামনে আসে মূলত প্রতিবেশীদের সন্দেহ থেকে। তাঁরা বেশ কয়েক সপ্তাহ ঘোষ-সাথি দম্পতির ঘরে তাদের আট মাস বয়সী সন্তানকে দেখতে না পেয়ে বিষয়টি পুলিশে জানান। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই শিশুটিকে উদ্ধার করে প্রিয়াঙ্কা ঘোষ নামে এক নারীর কাছ থেকে।। তাঁরা একই জেলার বাসিন্দা। 

পুলিশ জানিয়েছে, শিশুটির মা ও প্রিয়াঙ্কা ঘোষকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে শিশুটির বাবা পালিয়ে গেছেন। তাঁর সন্ধানে তল্লাশি চলছে। 

 ২৪ পরগণার এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে জানান, ‘ঘটনাটি আমাদের জানানোর পর আমরা শিশুটির মাকে আটক করেছি এবং পলাতক বাবাকে খুঁজছি। দম্পতি শিশুটিকে এক নারীর কাছে বিক্রি করে। আইফোন ১৪ কেনার জন্যই তাঁরা তাঁদের সন্তানকে বিক্রি করে দিয়েছিলেন।’ 

ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, শিশুটির মা তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, আইফোন কেনার পর তাঁদের যে টাকা বেচে গিয়েছিল, তা দিয়ে তাঁরা দিঘা ও মান্দারমনিতে গিয়ে বেড়িয়ে এসেছেন। পুলিশ জানিয়েছে, ঘোষ তাঁর সাত বছর বয়সী কন্যাকেও বিক্রি করার চেষ্টা করেছিল। কিন্তু সেই চেষ্টা বাস্তবায়ন করতে পারেনি।

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু