হোম > বিশ্ব > ভারত

রিলস বানানোর জন্য আইফোন কিনতে ৮ মাসের সন্তান বিক্রি 

ভারতীয় এক দম্পতি তাঁদের আট মাস বয়সী সন্তানকে বিক্রি করে দিয়েছেন আইফোন-১৪ কিনতে। উদ্দেশ্য—ইনস্টাগ্রামে রিলস বানানো। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ২৪ পরগণা পানিহাটি গঙ্গানগর এলাকায়। ঘোষ ও সাথি নামে দম্পতির সাত বছর বয়সী একটি কন্যাসন্তানও রয়েছে। 
 
খবরে বলা হয়েছে, ঘোষ ও সাথীর দীর্ঘদিনের শখ ছিল তাঁরা একটি আইফোন কিনবেন। সেই আকাঙ্ক্ষা থেকেই তাঁরা আইফোনের সর্বশেষ মডেলটি কেনার সিদ্ধান্ত নেন। কিন্তু পর্যাপ্ত টাকা জোগাড় করতে না পারায় তাঁরা তাঁদের আট মাস বয়সী সন্তানকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন। সেই অনুসারে তাঁরা ২ লাখ টাকায় শিশুটিকে বিক্রিও করে দেন। 

পরে বিষয়টি সামনে আসে মূলত প্রতিবেশীদের সন্দেহ থেকে। তাঁরা বেশ কয়েক সপ্তাহ ঘোষ-সাথি দম্পতির ঘরে তাদের আট মাস বয়সী সন্তানকে দেখতে না পেয়ে বিষয়টি পুলিশে জানান। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই শিশুটিকে উদ্ধার করে প্রিয়াঙ্কা ঘোষ নামে এক নারীর কাছ থেকে।। তাঁরা একই জেলার বাসিন্দা। 

পুলিশ জানিয়েছে, শিশুটির মা ও প্রিয়াঙ্কা ঘোষকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে শিশুটির বাবা পালিয়ে গেছেন। তাঁর সন্ধানে তল্লাশি চলছে। 

 ২৪ পরগণার এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে জানান, ‘ঘটনাটি আমাদের জানানোর পর আমরা শিশুটির মাকে আটক করেছি এবং পলাতক বাবাকে খুঁজছি। দম্পতি শিশুটিকে এক নারীর কাছে বিক্রি করে। আইফোন ১৪ কেনার জন্যই তাঁরা তাঁদের সন্তানকে বিক্রি করে দিয়েছিলেন।’ 

ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, শিশুটির মা তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, আইফোন কেনার পর তাঁদের যে টাকা বেচে গিয়েছিল, তা দিয়ে তাঁরা দিঘা ও মান্দারমনিতে গিয়ে বেড়িয়ে এসেছেন। পুলিশ জানিয়েছে, ঘোষ তাঁর সাত বছর বয়সী কন্যাকেও বিক্রি করার চেষ্টা করেছিল। কিন্তু সেই চেষ্টা বাস্তবায়ন করতে পারেনি।

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক

মোদির সঙ্গে রাহুলের ৮৮ মিনিটের বৈঠক, কী আলোচনা হলো

সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র, ভারতীয়দের এইচ-১বি ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত

‘বঙ্কিমদার’ বন্দে মাতরমকে জাতীয় সংগীত না করায় নেহেরুকে মোদির তোপ

দেবরের পর এবার গাঁজাসহ গ্রেপ্তার মধ্যপ্রদেশের মন্ত্রীর ভাই

পাকিস্তান আর গণতন্ত্র একসঙ্গে যায় না—ইমরান খানকে নিয়ে প্রশ্নের জবাবে ভারতীয় মুখপাত্র

বঙ্কিমের ‘বন্দে মাতরম’ নিয়ে লোকসভায় কংগ্রেসকে মোদির তীব্র আক্রমণ

কাজের চাপে মাঠকর্মীদের মৃত্যুতে ভ্রুক্ষেপ নেই ভারতীয় নির্বাচন কমিশনের

ভারতে ডোনাল্ড ট্রাম্পের নামে সড়ক হচ্ছে, খেপেছে বিজেপি