হোম > বিশ্ব > ভারত

অনলাইনে অর্ডার করা বিরিয়ানি খেয়ে মারা গেলেন তরুণী

অনলাইনে বিরিয়ানি অর্ডার করেছিলেন ভারতের কেরালার ২০ বছর বয়সী এক তরুণী। সেই বিরিয়ানি খাওয়ার পর ওই তরুণীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এক প্রতিবেদনে জানিয়েছে, কেরালার স্থানীয় হোটেল ‘রোমানশিয়া’ থেকে বিরিয়ানি অর্ডার করেছিলেন অঞ্জু শ্রীপার্বতী নামের তরুণী। পরে তিনি সেই খাবার খেয়ে মারা গেছেন বলে সন্দেহ করা হচ্ছে।

কেরালার পুলিশ বলেছে, কেরালার কাসারগোডের কাছে পেরুমবালায় বাস করতেন অঞ্জু শ্রীপার্বতী। গত ৩১ ডিসেম্বর তিনি কাসারগোডের রোমানশিয়া নামের একটি রেস্টুরেন্ট থেকে অনলাইনে ‘কুঝিমান্থি’ বিরিয়ানি কিনে খেয়েছিলেন। পরে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ শনিবার সকালে অঞ্জু শ্রীপার্বতী মারা গেছেন।

পুলিশ আরও জানিয়েছে, ওই তরুণীর বাবা-মা অভিযোগ দায়ের করার পরে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। নিহত তরুণীর ফরেনসিক রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, বিরিয়ানি খেয়ে অসুস্থ হওয়ার পরে অঞ্জু শ্রীপার্বতী একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে তাঁকে কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ সকালে সেখানে তিনি মারা গেছেন।

এদিকে কেরালা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ এই মৃত্যুর কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন। বীণা জর্জ সাংবাদিকদের বলেছেন, ‘এই মৃত্যুর বিষয়ে একটি প্রতিবেদন দাখিল করার জন্য খাদ্য নিরাপত্তা কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ঘটনাটি এবং মেয়েটির চিকিৎসায় কোনো অবহেলা হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছে।’

বীণা জর্জ আরও বলেছেন, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্টের (এফএসএসএ) অধীনে যেসব হোটেলের খাবারে এ ধরনের অভিযোগ রয়েছে, তাদের লাইসেন্স বাতিল করা হবে।

বিজেপির জাতীয় সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

নারীদের সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, কর্ণাটকে পুলিশের শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার