হোম > বিশ্ব > ভারত

ওয়াজিরিস্তানে সন্ত্রাসী হামলায় ভারত দায়ী নয়, পাকিস্তানকে নয়াদিল্লির তিরস্কার

আজকের পত্রিকা ডেস্ক­

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের ওয়াজিরিস্তানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ সেনাসদস্য নিহত হওয়ার ঘটনায় ইসলামাবাদ ভারতকে দায়ী করেছে। তবে এর কড়া জবাব দিয়েছে ভারত। গতকাল শনিবার রাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানের এই অভিযোগকে ‘নিন্দনীয়’ বলে প্রত্যাখ্যান করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘২৮ জুন ওয়াজিরিস্তানে হামলার জন্য ভারতকে দায়ী করে পাকিস্তান সেনাবাহিনীর যে আনুষ্ঠানিক বিবৃতি এসেছে, তা আমরা দেখেছি। এই বিবৃতিকে আমরা অবজ্ঞার সঙ্গে প্রত্যাখ্যান করছি।’

উত্তর ওয়াজিরিস্তানের মীর আলী এলাকায় এই হামলার ঘটনা ঘটে। পাকিস্তান সেনাবাহিনীর দাবি, সীমান্তবর্তী এলাকায় আফগানিস্তানের কাছাকাছি একটি সামরিক গাড়িবহরে আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকভর্তি গাড়ি চালিয়ে দেয়। এতে ১৩ জন সেনাসদস্য নিহত ও আরও ২৪ জন আহত হন। পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়, এই মর্মান্তিক ও বর্বর হামলায় দুই শিশু, এক নারীসহ তিনজন নিরীহ বেসামরিক মানুষ গুরুতরভাবে আহত হয়েছে।

ঘটনার পর পাকিস্তান সেনাবাহিনী পুরো এলাকায় অভিযান চালায় এবং দাবি করে, ওই অভিযানে ১৪ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। তবে তারা কোন গোষ্ঠীর বিরুদ্ধে ওই প্রতিক্রিয়া অভিযান চালিয়েছে, তা প্রকাশ করা হয়নি। এখন পর্যন্ত কোনো সংগঠনও হামলার দায় স্বীকার করেনি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ হামলাকে ‘কাপুরুষোচিত কাজ’ বলে নিন্দা জানিয়েছেন। সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির হুঁশিয়ারি দিয়ে বলেন, পাকিস্তানকে অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টার ‘দ্রুত ও কঠোর’ জবাব দেওয়া হবে।

স্থানীয় প্রশাসক বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বিস্ফোরণের শব্দটা ছিল অনেক বড়, অনেক জোরে। তিনি জানান, দূর থেকে লোকজন ধোঁয়ার মোটা কুণ্ডলী উঠতে দেখেছেন। স্থানীয় এক বাসিন্দা জানান, বিস্ফোরণের তীব্রতায় আশপাশের এলাকার অনেক বাড়ির জানালা ভেঙে পড়ে, কিছু ছাদও ক্ষতিগ্রস্ত হয়।

পাকিস্তানি কর্মকর্তারা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, আফগানিস্তানের ভেতরে ঘাঁটি গেড়ে সন্ত্রাসীরা পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে আফগানিস্তানের তালেবান সরকার এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, পাকিস্তানের ভেতরে সন্ত্রাসবাদ তাদের নিজেদের অভ্যন্তরীণ সমস্যা।

ওয়াজিরিস্তান অঞ্চলে সবচেয়ে সক্রিয় গোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম হলো পাকিস্তানি তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। গতকালের হামলায় টিটিপির পুরোনো হামলার ধরন ছিল বলে মনে করা হচ্ছে, তবে এখন পর্যন্ত সংগঠনটি এই হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি।

বিজেপির জাতীয় সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

নারীদের সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, কর্ণাটকে পুলিশের শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার