হোম > বিশ্ব > ভারত

বিপিন রাওয়াতের শেষকৃত্য শুক্রবার

শুক্রবার (১০ ডিসেম্বর) দিল্লির সেনা ছাউনিতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রয়াত সেনাবাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকার শেষকৃত্য হবে। 

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

জানা গেছে, তামিলনাড়ুর সুলুর বিমানঘাঁটি থেকে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ বিমানে জেনারেল রাওয়াত এবং তার স্ত্রী মধুলিকার মরদেহ দিল্লিতে আনা হবে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেলে। এরপর দুজনের মরদেহ রাওয়তের বাড়িতে রাখা হবে।

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত প্রয়াত সেনা সর্বাধিনায়কের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আসবেন তার অনুরাগীরা। এরপর কামরাজ মর্গ থেকে শুরু হবে শেষযাত্রা। দিল্লি সেনা ছাউনির ব্রার স্কয়ার অন্ত্যেষ্টিস্থলে পূর্ণ সামরিক মর্যাদায় হবে শেষকৃত্য।

বুধবার বেলা ১২টা ২০ মিনিটে হেলিকপ্টারটি উড্ডয়নের কিছুক্ষণ পরই তামিলনাড়ুর নীলগিরিতে বিধ্বস্ত হয়। ১৪ জনের মধ্যে ছিলেন-জেনারেল রাওয়াত, তাঁর স্ত্রী, তাঁর প্রতিরক্ষা সহকারী, নিরাপত্তা কমান্ডো এবং বিমানবাহিনীর কর্মীরা। এই দুর্ঘটনায় একজন মাত্র ব্যক্তি বেঁচে আছেন। তাঁর শরীর পুড়ে গেছে। তবে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু