হোম > বিশ্ব > ভারত

বিয়েবাড়িতে ভোজপুরি গান বাজানোর জেরে কোপাকুপি, কনের ভাই নিহত

প্রতীকী ছবি

বিয়েবাড়িতে ভোজপুরি গান বাজানো নিয়ে বর-কনে পক্ষের মধ্যে তুমুল মারামারি। এ ঘটনায় কনের এক ভাই নিহত হয়েছেন, আহত আরও দুজন। এর মধ্যে বিয়ের আসর ছেড়ে পালিয়ে যান বর। পরে পুলিশ গিয়ে বরপক্ষের আটজনকে আটক করেছে।

ভারতের উত্তর প্রদেশে এ ঘটনা ঘটেছে বলে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

পুলিশের বরাতে এতে বলা হয়েছে—উত্তর প্রদেশের পাকৌলি লালা গ্রামের বাসিন্দা লালমোহন পাসোয়ানের মেয়ে সঞ্জনার সঙ্গে দেওরিয়ার যোগিয়া রুদ্রপুর গ্রামের রাহুলের বিয়ে ঠিক হয়। গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে কনের বাড়িতে পৌঁছান বর এবং তাঁর পরিবারের লোকজন। সেখানে আচার হিসেবে ‘দ্বারপুজা’, ‘জয়মালা’ পালন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ দিন রাত ১০টা থেকে বর এবং কনের পরিবারের মধ্যে গন্ডগোল শুরু হয়। এর কেন্দ্রে ছিল ভোজপুরি গান। কনের পরিবার থেকে ভোজপুরি গান বাজানো বন্ধ করতে বলা হলেও বরের পরিবার এতে রাজি হয়নি।

এ নিয়ে তুমুল বাগ্‌বিতণ্ডা শুরু হলে কনের দুই ভাই অজয় পাসোয়ান, সত্যম পাসোয়ান এবং আত্মীয় রমা পাসোয়ানকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ ওঠে। পরে দ্রুত তিনজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের গোরক্ষপুরের হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন মৃত্যু হয় অজয়ের। সত্যমের অবস্থাও আশঙ্কাজনক।

এ ঘটনা জানতে পেরে পুলিশ বিয়ে বাড়িতে গিয়ে বর এবং মূল অভিযুক্তদের পায়নি। তবে বরপক্ষের আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

পুতিনের দিল্লি সফর: ভারসাম্য রক্ষার কৌশলে ভারত, অস্ত্র–তেল বিক্রি বাড়াতে চায় রাশিয়া

২০ বছর অন্ধকারে বন্দী, মৃত্যুর হুমকিতে থেমে যাওয়া শৈশব-কৈশোর

ইন্ডিগোর ফ্লাইট বিপর্যয়: পানি-খাবারহীন অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা আটকা হাজারো যাত্রী

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত