ঋণ চেয়ে করা আবেদন প্রত্যাখ্যান করায় ব্যাংকে আগুন দিলেন ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য কর্নাটকের এক বাসিন্দা। গতকাল রোববার এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, কর্নাটকের রাত্তিহাল্লি শহরের বাসিন্দা ওয়াসিম হেদুগন্দা গ্রামে অবস্থিত কানারা ব্যাংকের শাখায় ঋণ চেয়ে আবেদন করেন ৩৩ বছর বয়সী ওয়াসিম হাজারাতসাব মোল্লা। কিন্তু তাঁর দেওয়া দলিলাদি যথাযথ না হওয়ায় সেই আবেদন নাকচ করে দেয় ব্যাংক কর্তৃপক্ষ। তাতে ক্ষুব্ধ হয়ে গত রাতে ওই ব্যাংকে আগুন ধরিয়ে দেন তিনি।
এ ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।