হোম > বিশ্ব > ভারত

ভারতে চলন্ত ট্রেনে নিরাপত্তা কর্মকর্তার গুলিতে নিহত ৪

ভারতে চলন্ত ট্রেনে রেলওয়ে নিরাপত্তা কর্মকর্তার গুলিতে তাঁর সহকর্মীসহ চারজন নিহত হয়েছেন। আজ সোমবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে জয়পুর এক্সপ্রেস নামে ট্রেনে এ ঘটনা ঘটেছে। এ সময় ট্রেনটি মহারাষ্ট্রের পালঘর স্টেশন অতিক্রম করছিল। এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যাত্রীদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (আরপিএফ) ওই কর্মকর্তা নিজের কাছে থাকা স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন। তিনি প্রথমে আরপিএফের সহকারী উপপরিদর্শক (এএসআই) তিকারাম মিনাকে গুলি করে হত্যা করেন।

এরপর আর একটি কামরায় গিয়ে আরও তিন যাত্রীকে গুলি করে হত্যা করেন। আরপিএফ সদস্য চেতন সিংহকে গ্রেপ্তার করা হয়েছে। তার সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্রটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

ভারতীয় রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জয়পুর এক্সপ্রেস রাজস্থানের জয়পুর থেকে মহারাষ্ট্রের মুম্বাই শহরে যাচ্ছিল।

সন্দেহভাজন ট্রেনটির বি ফাইভ কামরার যাত্রীদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। ঘটনা ঘটানোর পর তিনি পালঘরের পরের স্টেশন দাহিসারে ট্রেনের চেন টানার পর ঝাঁপ দিয়ে নেমে যান।

পরে স্থানীয় এক রাস্তা থেকে রেলওয়ে পুলিশ ও আরপিএফ কর্মকর্তাদের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

কী কারণে চেতন সিং নিজের ঊর্ধ্বতন এক কর্মকর্তাসহ চারজনকে গুলি করে হত্যা করেছেন তা তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি। 

তবে আরপিএফ পশ্চিমের ইন্সপেক্টর জেনারেল প্রবীণ সিনহা জানিয়েছেন, চেতন সিংহ উগ্র মেজাজের লোক ছিলেন, তিনি রাগ নিয়ন্ত্রণ করতে পারতেন না। তিনি রাগ নিয়ন্ত্রণ করতে না পেরেই এমন ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

বিজয় দিবসে রাহুলের পোস্টেও বাংলাদেশ নেই, একাত্তরে সীমান্ত রক্ষায় ‘ভারতীয় বীর’দের শ্রদ্ধা

ইমরানকে বন্দী করে সাংবিধানিক ক্যুর মাধ্যমে আজীবন দায়মুক্তি নিয়েছেন সেনাপ্রধান: ভারতীয় রাষ্ট্রদূত

বাংলাদেশের মহান বিজয় দিবসকে ফের ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বলে শুভেচ্ছা মোদির