হোম > বিশ্ব > ভারত

ভারতে চলন্ত ট্রেনে নিরাপত্তা কর্মকর্তার গুলিতে নিহত ৪

ভারতে চলন্ত ট্রেনে রেলওয়ে নিরাপত্তা কর্মকর্তার গুলিতে তাঁর সহকর্মীসহ চারজন নিহত হয়েছেন। আজ সোমবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে জয়পুর এক্সপ্রেস নামে ট্রেনে এ ঘটনা ঘটেছে। এ সময় ট্রেনটি মহারাষ্ট্রের পালঘর স্টেশন অতিক্রম করছিল। এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যাত্রীদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (আরপিএফ) ওই কর্মকর্তা নিজের কাছে থাকা স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন। তিনি প্রথমে আরপিএফের সহকারী উপপরিদর্শক (এএসআই) তিকারাম মিনাকে গুলি করে হত্যা করেন।

এরপর আর একটি কামরায় গিয়ে আরও তিন যাত্রীকে গুলি করে হত্যা করেন। আরপিএফ সদস্য চেতন সিংহকে গ্রেপ্তার করা হয়েছে। তার সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্রটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

ভারতীয় রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জয়পুর এক্সপ্রেস রাজস্থানের জয়পুর থেকে মহারাষ্ট্রের মুম্বাই শহরে যাচ্ছিল।

সন্দেহভাজন ট্রেনটির বি ফাইভ কামরার যাত্রীদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। ঘটনা ঘটানোর পর তিনি পালঘরের পরের স্টেশন দাহিসারে ট্রেনের চেন টানার পর ঝাঁপ দিয়ে নেমে যান।

পরে স্থানীয় এক রাস্তা থেকে রেলওয়ে পুলিশ ও আরপিএফ কর্মকর্তাদের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

কী কারণে চেতন সিং নিজের ঊর্ধ্বতন এক কর্মকর্তাসহ চারজনকে গুলি করে হত্যা করেছেন তা তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি। 

তবে আরপিএফ পশ্চিমের ইন্সপেক্টর জেনারেল প্রবীণ সিনহা জানিয়েছেন, চেতন সিংহ উগ্র মেজাজের লোক ছিলেন, তিনি রাগ নিয়ন্ত্রণ করতে পারতেন না। তিনি রাগ নিয়ন্ত্রণ করতে না পেরেই এমন ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু