হোম > বিশ্ব > ভারত

টিকা সনদে প্রধানমন্ত্রীর ছবির বিরুদ্ধে রিট করায় লাখ রুপি জরিমানা

কোভিড টিকা সনদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি নিয়ে বিতর্ক নতুন নয়। কোনো দেশই যেখানে সনদে কোনো রাজনৈতিক নেতার নাম রাখছে না, সেখানে টিকা সনদে মোদির ছবি থাকা নিয়ে বিদেশে গিয়ে ইমিগ্রেশনে ভারতীয়দের ঝামেলায় পড়ার ঘটনাও ঘটেছে। তা ছাড়া যাঁরা টাকা দিয়ে কিনে টিকা নিচ্ছেন, তাঁদের সনদে প্রধানমন্ত্রীর ছবি থাকাটা অন্যায্য বলেও মনে করেন অনেকে। 

এসব নিয়েই আপত্তি জানিয়ে হাইকোর্টে রিট করেছিলেন এক নাগরিক। আদালত উল্টো ওই নাগরিককে ভর্ৎসনা করে লাখ রুপি জরিমানা করেছেন। বিচারক রিটটি খারিজ করে দিয়ে বলেছেন, এই রিট ‘অর্থহীন’, ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ এবং ‘আত্মপ্রচারের স্বার্থে’ করা হয়েছে। 

কেরালা হাইকোর্টে রিটটি করেছিলেন তথ্য অধিকার (আরটিআই) কর্মী পিটার মায়ালিপারম্পিল। রিটে তিনি বলেছিলেন, যখন কেউ বেসরকারি হাসপাতাল থেকে গাঁটের পয়সা খরচ করে টিকা কিনছে, তখন টিকার সনদপত্রে প্রধানমন্ত্রী মোদির ছবি থাকাটা মৌলিক অধিকারের লঙ্ঘন। 

তিনি আরও দাবি করেছিলেন, সনদে থাকে ব্যক্তিগত তথ্যের বিবরণ। এটি ‘একটি ব্যক্তিগত জায়গা’। তাই একজন ব্যক্তির গোপনীয়তার জায়গায় অন্য কারো অনুপ্রবেশ করা অনুচিত। 

তবে শুনানির সময় বিচারপতি প্রধানমন্ত্রীর ছবি সংবলিত কোভিড টিকার সনদপত্রে কোনো ত্রুটি দেখতে পাননি। বরং বলেছেন, ‘রিটের পেছনে একটি রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে মনে হচ্ছে। এটি কোনো উল্লেখযোগ্য রিট নয়...রিটের পেছনে উদ্দেশ্য জনসাধারণের মঙ্গল নয়, বরং প্রচারের জন্য।’ 

সেই বিচারপতি যোগ করেন, ‘যখন গুরুতর মামলা আদালতে জট তৈরি করছে, তখন এ ধরনের অপ্রয়োজনীয় রিটকে উৎসাহিত করা যায় না।’ 

এ ব্যাপারে রায় দানকারী বিচারপতি পিভি কুনহিকৃষ্ণানের সঙ্গে যোগাযোগ করে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই। তিনি বলেন, ‘কেউ বলতে পারে না যে, একজন প্রধানমন্ত্রী কংগ্রেসের বা বিজেপির বা কোনো রাজনৈতিক দলের প্রধানমন্ত্রী। সংবিধান অনুযায়ী একবার প্রধানমন্ত্রী নির্বাচিত হলে তিনিই আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং সেটি একটি পদ। তাঁকে নিয়ে প্রতিটি নাগরিকের গর্বিত হওয়া উচিত।’ 

রিট খারিজ করার কারণ জানতে চাইলে জবাব হিসেবে বিচারপতি যা বলেছেন তা উদ্ধৃত করে পিটিআই আরও বলে, ‘...তাঁরা সরকারের নীতি এমনকি প্রধানমন্ত্রীর রাজনৈতিক অবস্থান নিয়ে ভিন্নমত পোষণ করতে পারেন। তবে নাগরিকদের মনোবল বাড়ানোর বার্তাসহ প্রধানমন্ত্রীর ছবি সংবলিত টিকা সনদপত্র বহন করতে লজ্জা পাওয়ার কোনো কারণ নেই, বিশেষ করে এই মহামারি পরিস্থিতিতে তো নয়ই।’ 

রিটকারীকে ছয় সপ্তাহের মধ্যে কেরালা স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটি (কেএলএসএ) বরাবর ১ লাখ রুপি জরিমানার অর্থ জমা দিতে বলা হয়েছে। এই সময়ের মধ্যে তিনি জরিমানা দিতে ব্যর্থ হলে তাঁর সম্পদ বিক্রি করে সেই অর্থ আদায়ের নির্দেশ দিয়েছেন আদালত। 

পিটিআই জানিয়েছে, শুনানির সময় ওই বিচারপতি রিটাকারীকে বলেন, ‘প্রধানমন্ত্রীর জন্য আপনি লজ্জিত কেন? তিনি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছেন...আমাদের ভিন্ন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থাকতে পারে, কিন্তু তিনি এখনো আমাদের প্রধানমন্ত্রী।’ 

পৃথিবীর অন্য কোনো দেশের টিকা সনদপত্রে কোনো রাজনৈতিক নেতার ছবি নেই, তাহলে ভারতে কেন এটি করতে হবে—এমন প্রশ্নে বিচারপতি বলেন, ‘তাঁরা তাঁদের প্রধানমন্ত্রীকে নিয়ে গর্বিত না-ও হতে পারে, আমরা আমাদের প্রধানমন্ত্রীর জন্য গর্বিত।’

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে