হোম > বিশ্ব > ভারত

সাবধানে গাড়ি চালাতে বলায় পুলিশকে পিটিয়ে আহত করল মা-ছেলেরা 

ভারতের দিল্লিতে পুলিশ কনস্টেবলের এক প্রধানকে বেধড়ক পিটিয়েছেন এক নারী ও তাঁর দুই ছেলে। গত ১৫ সেপ্টেম্বর দিল্লির তিলক নগরে এ ঘটনা ঘটে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে আজ সোমবার এ তথ্য জানিয়েছে এনডিটিভি। 

স্থানীয় কর্মকর্তারা বলেছেন, ভুক্তভোগী কনস্টেবল প্রধান তাদের সাবধানে গাড়ি চালাতে বলেছিলেন। কারণ তাদের গাড়ি গা ঘেঁষে যাচ্ছিল এবং কনস্টেবলের গাড়িতে ধাক্কা দেয়।  

ভুক্তভোগী পুলিশ সদস্যের নাম এম জি রাজেশ। তিনি অভিযোগে বলেছেন, তার গাড়িতে ধাক্কা লাগার পর তিনি ওই দুই ছেলে ও তাদের মাকে গাড়ি জোরে না চালাতে বলেন। এরপর রাজেশ বাড়ি ফিরছিলেন। 

৫০ বছর বয়সী রাজেশ যখন বাড়ি ফিরছিলেন তখন তার পথরোধ করেন ওই তিনজন। এরপর তাঁকে গাড়ি থেকে টেনে বের করে ইট ও লোহার রড দিয়ে বেধড়ক মারধর করেন। সেইসঙ্গে তাঁর গাড়িও ভাঙচুর করে। 

রাজেশ বলেছেন, ‘তাদের একজন ইট দিয়ে আমার গাড়ির জানালা ভেঙ্গে দেন। একই ব্যক্তি আমায় গাড়ি থেকে বের করে আনে এবং মারধর করে। সেই সময় আমি একজনকে সেখান থেকে সরিয়ে দিই। কিন্তু তাদের মা আমায় ইট দিয়ে আঘাত করে এবং তার এক ছেলে লোহার রড দিয়ে আমায় মারে। এতে আমি অজ্ঞান হয়ে পড়ি।’ 

রাজেশের ছেলে বলেন, ‘বাবাকে হামলার পর তারা পালিয়ে যায়। এরপর এক লোক আমার বাবাকে সেখান থেকে হাসপাতালে নিয়ে যায়। আমার বাবা এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তাঁর অবস্থা গুরুতর।  

পুলিশ জানিয়েছে, রাজেশের মাথায় আঘাত করা হয়েছে। তাঁর অবস্থা গুরুতর। এ ঘটনায় ইতিমধ্যে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ হামলায় ওই নারীর ভূমিকা তদন্ত চলছে।

বিজেপির জাতীয় সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

নারীদের সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, কর্ণাটকে পুলিশের শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার