হোম > বিশ্ব > ভারত

সাবধানে গাড়ি চালাতে বলায় পুলিশকে পিটিয়ে আহত করল মা-ছেলেরা 

ভারতের দিল্লিতে পুলিশ কনস্টেবলের এক প্রধানকে বেধড়ক পিটিয়েছেন এক নারী ও তাঁর দুই ছেলে। গত ১৫ সেপ্টেম্বর দিল্লির তিলক নগরে এ ঘটনা ঘটে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে আজ সোমবার এ তথ্য জানিয়েছে এনডিটিভি। 

স্থানীয় কর্মকর্তারা বলেছেন, ভুক্তভোগী কনস্টেবল প্রধান তাদের সাবধানে গাড়ি চালাতে বলেছিলেন। কারণ তাদের গাড়ি গা ঘেঁষে যাচ্ছিল এবং কনস্টেবলের গাড়িতে ধাক্কা দেয়।  

ভুক্তভোগী পুলিশ সদস্যের নাম এম জি রাজেশ। তিনি অভিযোগে বলেছেন, তার গাড়িতে ধাক্কা লাগার পর তিনি ওই দুই ছেলে ও তাদের মাকে গাড়ি জোরে না চালাতে বলেন। এরপর রাজেশ বাড়ি ফিরছিলেন। 

৫০ বছর বয়সী রাজেশ যখন বাড়ি ফিরছিলেন তখন তার পথরোধ করেন ওই তিনজন। এরপর তাঁকে গাড়ি থেকে টেনে বের করে ইট ও লোহার রড দিয়ে বেধড়ক মারধর করেন। সেইসঙ্গে তাঁর গাড়িও ভাঙচুর করে। 

রাজেশ বলেছেন, ‘তাদের একজন ইট দিয়ে আমার গাড়ির জানালা ভেঙ্গে দেন। একই ব্যক্তি আমায় গাড়ি থেকে বের করে আনে এবং মারধর করে। সেই সময় আমি একজনকে সেখান থেকে সরিয়ে দিই। কিন্তু তাদের মা আমায় ইট দিয়ে আঘাত করে এবং তার এক ছেলে লোহার রড দিয়ে আমায় মারে। এতে আমি অজ্ঞান হয়ে পড়ি।’ 

রাজেশের ছেলে বলেন, ‘বাবাকে হামলার পর তারা পালিয়ে যায়। এরপর এক লোক আমার বাবাকে সেখান থেকে হাসপাতালে নিয়ে যায়। আমার বাবা এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তাঁর অবস্থা গুরুতর।  

পুলিশ জানিয়েছে, রাজেশের মাথায় আঘাত করা হয়েছে। তাঁর অবস্থা গুরুতর। এ ঘটনায় ইতিমধ্যে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ হামলায় ওই নারীর ভূমিকা তদন্ত চলছে।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে