হোম > বিশ্ব > ভারত

লোকসভা ভোটের শুরুতে জেলেই থাকতে হচ্ছে কেজরিওয়ালকে

কলকাতা সংবাদদাতা

দিল্লি হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টেও ধাক্কা খেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এক কথায় ভারতের শীর্ষ আদালতে আবেদন করেও মিলল না স্বস্তি।

ভারতের আসন্ন ১৮তম লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হবে ১৯ এপ্রিল। এদিন প্রথম দফার ভোট গ্রহণ শুরু হবে। আর সে সময় জেলেই থাকতে হবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে।

আজ সোমবার মামলার শুনানির পরে দিল্লির মুখ্যমন্ত্রীর জামিন মঞ্জুর করেননি শীর্ষ আদালত।

শুনানির সময় আপাতত ভারতের অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের (ইডি) কাছে জবাব তলব করেছেন সুপ্রিম কোর্ট।

২৯ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

১৯ এপ্রিল থেকে শুরু হবে লোকসভা নির্বাচন। দ্বিতীয় দফার ভোট গ্রহণ হবে ২৬ এপ্রিল। ফলে এই দুই দিনই জেলে বন্দী থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

শুনানির আগে অবশ্য এই গ্রেপ্তারি প্রসঙ্গে ইডির কাছে জবাব তলব করেছেন সুপ্রিম কোর্ট। ২৪ এপ্রিলের মধ্যে শীর্ষ আদালতের কাছে নিজেদের বক্তব্য পেশ করতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।

উল্লেখ্য, গত ২১ মার্চ দিল্লির আবগারি কেলেঙ্কারির মামলায় আম আদমি পার্টির নেতা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে ইডি।

গ্রেপ্তার হওয়ার পরে তাঁকে ইডি হেফাজতে রাখা হলেও পরবর্তী সময়ে আদালতের নির্দেশে বিচার বিভাগীয় হেফাজতে দিল্লির তিহার জেলে স্থানান্তর করা হয়।

গ্রেপ্তারের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নিজেই। আজ সোমবার এই মামলার শুনানির সময় তাঁর আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, নির্বাচনী প্রচার থেকে তাঁকে আটকে রাখার জন্যই গ্রেপ্তার করেছে ইডি।

তবে জামিনের আবেদন মামলা নিয়ে এদিন কোনো রায় দেননি শীর্ষ আদালত। ইডির জবাবের পরেই শুনানি হবে সুপ্রিম কোর্টে।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে