হোম > বিশ্ব > ভারত

ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসের সঙ্গে মোদির প্রথম বৈঠক

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ ও দক্ষিণ এশীয় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনে তাঁদের মধ্যে ঘণ্টাব্যাপী আলোচনা হয়েছে। কমলা হ্যারিসের সঙ্গে মোদির এটিই প্রথম বৈঠক। বৈঠকে গণতন্ত্র সমুন্নত রাখা, সন্ত্রাসবাদ, আফগানিস্তান ইস্যু, করোনা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। 

এক টুইট বার্তায় নরেন্দ্র মোদি লিখেছেন, 'কমলা হ্যারিসের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আমি আনন্দিত। তাঁর কৃতিত্ব গোটা বিশ্বকে অনুপ্রাণিত করেছে। বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এই আলোচনা যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার বন্ধুত্বকে আরও শক্তিশালী করবে, যে সম্পর্ক গড়ে উঠেছে মূল্যবোধ আর সাংস্কৃতিক সংযোগের ভিত্তিতে।'

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, বৈঠকে সন্ত্রাসবাদে পাকিস্তানের ভূমিকা নিয়ে আলোচনা হয়। হ্যারিসের মতে, সন্ত্রাসবাদ যেন যুক্তরাষ্ট্র ও ভারতের নিরাপত্তার ওপর প্রভাব না ফেলে, সে বিষয়ে ইসলামাবাদের পদক্ষেপ নিতে হবে।

ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলার বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ভারত কয়েক দশক ধরে সন্ত্রাসবাদের শিকার—এ বিষয়ে কমলা হ্যারিস একমত পোষণ করেছেন। কমলা হ্যারিস বলেছেন, 'সন্ত্রাসবাদী গোষ্ঠীকে পাকিস্তান মদদ দিচ্ছে কি না, এ বিষয়ে কড়া নজর রাখা দরকার।' 

কমলা হ্যারিসের প্রশংসা করে মোদি বলেন, ‘যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট পদের নির্বাচনে আপনার লড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক। গোটা বিশ্বের জন্যই আপনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রেসিডেন্ট বাইডেন ও আপনার নেতৃত্বে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে পারস্পরিক সম্পর্ক এক নতুন মাত্রা পাবে।’ 

কমলা হ্যারিসকে ভারত সফরে আসার আমন্ত্রণ জানিয়েছেন মোদি। তিনি বলেন, 'ভারতের মানুষ আপনাকে স্বাগত জানাতে অপেক্ষা করছে।' 

উল্লেখ্য, স্থানীয় সময় বুধবার তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এসে পৌঁছান নরেন্দ্র মোদি। জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটিই তাঁর প্রথম যুক্তরাষ্ট্র সফর।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে