হোম > বিশ্ব > ভারত

চলন্ত উড়োজাহাজে সহযাত্রীর গায়ে প্রস্রাব ভারতীয় তরুণের

আমেরিকান এয়ারলাইনসের একটি উড়োজাহাজে সহযাত্রীর গায়ে প্রস্রাব করার ঘটনা ঘটেছে। এ ঘটনা ঘটিয়েছেন আর্য বোরা (২১) নামের ভারতীয় এক তরুণ। তিনি যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। এএ ২৯২ ফ্লাইটে তিনি নিউইয়র্ক থেকে দিল্লি যাচ্ছিলেন। 

আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার এ ঘটনা ঘটে। সেই যাত্রী মাতাল অবস্থায় ছিলেন। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আমেরিকান এয়ারলাইনস। তাঁকে আমেরিকান এয়ারলাইনসের উড়োজাহাজে নিষিদ্ধ করা হয়েছে। 

এক বিবৃতিতে আমেরিকান এয়ারলাইনস জানায়, ভবিষ্যতে তাঁরা ওই যাত্রীকে আর উড়োজাহাজে উঠতে দেবেন না। 

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, যে যাত্রীর ওপর প্রস্রাব করা হয়েছে, তিনি অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করতে চাননি। অভিযুক্ত তরুণ তাঁর কাছে ক্ষমা চেয়ে নেন। ছাত্রটির ভবিষ্যতের কথা ভেবেই বড় কোনো পদক্ষেপ নিতে চাননি সহযাত্রী। 

তবে বিমান কর্তৃপক্ষ বিষয়টিকে হালকাভাবে নেয়নি। তারা বিষয়টি পাইলটকে জানায়। পাইলট দিল্লি বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলে এ বিষয়ে অভিযোগ জানান। দিল্লিতে উড়োজাহাজটি অবতরণ করলে অভিযুক্ত ছাত্রকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে দিল্লি পুলিশ। 

এর আগে গত নভেম্বরে একটি ফ্লাইটে শঙ্কর মিশ্র নামের এক ভারতীয় ৭০ বছর বয়সী এক নারীর গায়ে প্রস্রাব করেন। তিনিও মদ্যপ অবস্থায় ছিলেন। বিষয়টি নিয়ে বেশ সমালোচনা হয়। পরে দিল্লি পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

যুক্তরাষ্ট্রের ব্যাংকিং জায়ান্ট ওয়েলস ফারগোর ভাইস প্রেসিডেন্ট ছিলেন শঙ্কর মিশ্র। নিউইয়র্ক থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে নারীর গায়ে প্রস্রাব করার দায়ে তাঁকে পরে বরখাস্ত করেছে ওয়েলস ফারগো।

ভারতের ইন্দোরে দূষিত পানি পানে অন্তত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০০

থার্টি ফার্স্টের রাতে ‘মিষ্টি খাওয়াতে ডেকে’ পরকীয়া প্রেমিকের গোপনাঙ্গ কর্তন

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা

এবার ভারত–পাকিস্তান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার দাবি করল চীন

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার